সমাজের আলো : পঞ্চাশ বছরের পরিক্রমায় বাংলাদেশ সকল সূচকে বহুদুর এগিয়েছে, এমনকি অনেক ক্ষেত্রে ভারত ও পাকিস্তানকেও পেছনে ফেলেছে। এই ধারা অব্যাহত থাকলে বাংলাদেশ অচিরেই উন্নত বাংলাদেশে উত্তীর্ণ হবে। আমাদের যেমন উন্নয়ন আছে, তেমনি সমাজে দুর্নীতিও আছে। আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বিচ্যুত না হলে আমাদের দেশ আরও এগিয়ে যাবে। বৃহস্পতিবার রাতে বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে মহান বিজয় দিবসের এক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমাজ বিনির্মাণে আমাদের আরও কাজ রয়েছে জানিয়ে তারা বলেছেন আমরা এখন নিজেদের অর্থে পদ্মা সেতু তৈরি করেছি। আমাদের মাথাপিছু গড় আয় বৃদ্ধি পেয়েছে। আমাদের গড় আয়ু বেড়েছে। শিক্ষার হার বেড়েছে। জিডিপি বৃদ্ধির পাশাপাশি বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে।
সাতক্ষীরা সাংবাদিক ঐক্য মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক এক্যর আহবাংক সুভাষ চৌধুরী। এতে অতিথি বক্তা হিসেবে আলোনায় অংশ নেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযেদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, সুজন সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সুভাষ সরকার, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক এড. ফাহিমুল হক কিসলু, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আরটিভির রামকৃষ্ণ চক্রবর্তী, সিপিবি সভাপতি আবুল হোসেন, গণ ফোরামের কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক আলী নুর খান বাবুল, জেলা সৈনিক লীগ সভাপতি মাহমুদ আলি সুমন, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য সচিব আমিনা বিলকিস ময়নাসহ বিশিষ্ট নাগরিকবৃন্দ। সাংবাদিক ঐক্যর সদস্য সচিব দেশ টিভির শরিফুল্লাহ কায়সার সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অধ্যক্ষ আবু আহমেদ বলেন, মুক্তিযুদ্ধের পর মুক্তিযোদ্ধারা রাজনৈতিক দর্শনে বিভাজিত হয়ে পড়ায় জাতীয় উন্নয়ন বাধাগ্রস্থ হতে থাকে। তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের এক ও অভিন্ন প্ল্যাটফর্মে থাকা দরকার। যাতে স্বাধীনতা বিরোধী শক্তি মাথাচাড়া দিতে না পারে। বাংলাদেশের ৫০ বছরের অর্জন মোটেও ছোট নয়, উল্লেখ করে তিনি বলেন, আমাদের আরও অগ্রসর হতে হবে। একটি দারিদ্রমুক্ত সমাজ গড়তে এখনও অনেক কাজ বাকী রয়েছে। বিজয়ের সুবর্ণজয়ন্তীতে আমাদের প্রতিশ্রুতি হোক উন্মুক্ত গণতন্ত্রের এক উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করে বিশ^ দরবারে মাথা উচু করে দাঁড়ানো।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, এখনও কেউ কেউ মুক্তিযোদ্ধাদের হাইব্রীড বলে তামাশা করার চেষ্টা করে। তাদেরকে হুশিয়ার করে দিয়ে তিনি বলেন, যারা মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করেনা তাদের মুখ থেকেই এই কথা বের হয়। বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সুভাষ সরকার বলেন, দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে আমরা আমাদের বহু সাথী সৈনিককে হারিয়েছি। আজকের এই দিন শুধু আনন্দেরই নয়, এর পেছনে রয়েছে অনেক রক্ত¯œাত পরিবারের কান্নার ইতিহাস। আমরা নিজেরা সেটাকে ধারণ করে বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই। ৫০ বছরে আমাদের অঙ্গিকার হোক দূর্নীতিমুক্ত এবং ক্ষুধা ও দারিদ্রমুক্ত একটি সমাজ গঠন। এড. ফাহিমুল হক কিসলু বলেন, বিজয়ের ৫০ বছরের হিসাব নিকাশে আমাদের অর্জন অনেক বেশী। বিভিন্ন সূচকে বাংলাদেশ এখন অনেক দেশকে পেছনে ফেলে এগিয়ে রয়েছে। বিজয়ের এই দিনটি ফিরিয়ে আনতে যারা অকাতরে প্রাণ দিয়েছিলেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে ফাহিমুল হক কিসলু বলেন, তার মামা ডা. মোর্তজা সাতক্ষীরায় এসে মানুষকে মুক্তিযুদ্ধের চেতনায় সংগঠিত করেছেন দীর্ঘদিন ধরে। তিনি ঢাকায় গেলে একাত্তরের ১৩ ডিসেম্বর পাকি সেনা ও রাজাকাররা তাকে লাল কাপড়ে চোখ বেধে নিয়ে যেয়ে গুলি করে হত্যার পর রায়েরবাজার বধ্যভূমিতে ফেলে দেয়। তিনি বলেন, তার চাচা আজমল হক ভারতের টাকী ক্যাম্প হয়ে বাংলাদেশে পৌছে থানাঘাটায় একটি গোপন মিটিং করছিলেন। সেসময় তাকে পাকি সেনা ও রাজাকাররা ধরে ব্যাপক নির্যাতনে রক্তাক্ত করে যশোর ক্যান্টনমেন্টে নিয়ে হত্যা করে ৭১ এর ৪ জুলাই। তার আরেক মামা মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান শহিদ হন আশাশুনিতে।
সাংবাদিক রামকৃষ্ণ চক্রবর্তী বলেন, বাংলাদেশ দিন দিন উন্নয়নের শিখরে উঠছে। আমাদের অর্থনৈতিক, সামাজিক উন্নতি হয়েছে। এখানেই শেষ নয়। সুখী সমৃদ্ধ সমাজ গড়তে মুক্তিযুদ্ধের চেতনায় প্রতিপালিত হয়ে আমাদের অগ্রসর হতে হবে। স্বাধীনতা বিরোধী চক্রের সকল বাধাকে প্রতিহত করার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। বর্তমান প্রজন্মকেও এই চেতনায় গড়ে তোলার আহবান জানান তিনি। সৈনিক লীগের মাহমুদ আলী সুমন বলেন, আমরা মুক্তিযুদ্ধ দেখিনি। কিন্তু বাংলাদেশে স্বৈরাচার বিরোধী আন্দোলন দেখেছি। গনতন্ত্রের জন্য আন্দোলন দেখেছি। ৭৫’এর ১৫ আগস্টের শোকাবহ হত্যাযজ্ঞের দিন দেখেছি। আমরা দেখেছি রাজাকারদের ফাঁসি হয়েছে। তিনি আরও বলেন, আমরা ২০১৩ সালেও স্বাধীনতা বিরোধী জামায়াতের সহিংস তান্ডবও দেখেছি। তিনি বলেন, এতে আমাদের শিক্ষা হয়েছে। বাংলাদেশে এখনও স্বাধীনতা বিরোধীরা মাথা উঁচু করতে চায়। শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা তা প্রতিহত করতে প্রস্তুত রয়েছি। সিপিবি সভাপতি কমরেড আবুল হোসেন বলেন, সমাজে দূর্নীতি ছড়িয়ে পড়েছে। মানুষ এখনও দারিদ্রসীমার নিচে বসবাস করছে।
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমাদের অঙ্গীকার হোক ক্ষুধামুক্ত এবং দারিদ্রমুক্ত সমাজ গড়ার। এই লক্ষ্যে মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ সকল দলমতকে এক হয়ে কাজ করতে হবে। গণফোরাম নেতা আলী নূর খান বাবুল বলেন, ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে আমাদের সংগ্রাম করতে হবে। তিনি বলেন, মুক্তিযুদ্ধের মূল চেতনা থেকে আমরা যেন সরে না যাই। চ্যানেল ২৪ এর সাংবাদিক আমিনা বিলকিস ময়না বলেন, সাতক্ষীরার গণকবর এবং বধ্যভূমিগুলি অরক্ষিত হয়ে আছে। মুক্তিযুদ্ধের পর ৫০টি বছর পার হয়েছে। তারপরও এসব গণকবর ও বধ্যভূমি সংরক্ষণ না করা অত্যন্ত দুর্ভাগ্যজনক উল্লেখ করে তিনি বলেন, সাতক্ষীরায় একটি স্মৃতিসৌধ নির্মাণ বহু কাংখিত বিষয়। তিনি বলেন, বাংলাদেশের ৬৩টি জেলায় স্মৃতিসৌধ থাকলেও সাতক্ষীরা জেলায় সেটি নেই। এমনটি কাংখিত নয়। এ ব্যাপারে তিনি জরুরী পদক্ষেপ নেওয়ার আহবান জানান।

