সমাজের আলো : আফগানিস্তানের সশস্ত্র গোষ্ঠী তালেবান যোদ্ধারা পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদের দখল করে নিয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা। তারা জানায়, জালালাবাদ দখল নিতে তালেবানদের কোনো বেগ পেতে হয়নি। বিনাযুদ্ধেই জালালাবাদ দখলে নিল তালেবানরা কোনো রকম যুদ্ধ ছাড়ায় এ গুরুত্বপূর্ণ শহর তারা দখল নিয়েছে। আলা জাজিরা আরও জানাচ্ছে, জালালাবাদের পতনের পর এখন বড় কোনো শহর হিসেবে একমাত্র রাজধানী কাবুলের নিয়ন্ত্রণই দেশটির বর্তমান ক্ষমতাসীন সরকারের হাতে রয়েছে। রোববার (১৫ আগস্ট) স্থানীয় সময় ভোরে শহরটি দখলে নেয় তালেবান যোদ্ধারা। জালালাবাদ রাজধানী কাবুল থেকে মাত্র ৮০ মাইল পূর্বে অবস্থিত। এদিকে জালালাবাদ শহর দখলে নেওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত ছবি পোস্ট করেছে তালেবান। এক আফগান কর্মকর্তা বার্তাসংস্থা রয়টার্সকে জানান, এখানে কোনো যুদ্ধ হয়নি। কারণ গভর্নর নিজেই তালেবানের কাছে আত্মসমর্পণ করেছেন। তিনি আরও বলেন, সাধারণ মানুষের জীবন বাঁচানোর একমাত্র পথই হচ্ছে বিনা বাধায় তালেবানের হাতে শহরটি তুলে দেওয়া। গত ৬ আগস্ট থেকে তালেবান যোদ্ধারা আফগানিস্তানের ৩৪টি প্রদেশের অন্তত ২১টির রাজধানী নিজেদের দখলে নিয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *