সমাজের আলো। ।পুলিশে যোগদানের আগেই জাঁকজমকপূর্ণভাবে প্রথম বিয়ে করেন তানোর থানার উপপরিদর্শক (এসআই) আনিছুর রহমান। এরপর চাকরির অজুহাতে পাঁচ বছর ধরে বিয়ে গোপন রাখতে বলেন স্ত্রীকে। এ সুযোগে লুকিয়ে সিরাজগঞ্জে আরেকটি বিয়ে করেন এসআই আনিস। বিষয়টি জানতে পেরে প্রথম স্ত্রী প্রতিবাদ করলে তাকে প্রাণনাশের হুমকি দেন পুলিশের এ কর্মকর্তা। ঘটনার প্রকাশ বা আইনের আশ্রয় নিলে পুরো পরিবারকে হয়রানিমূলক মামলা দিয়ে নাস্তানাবুদ করার হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছে আনিছুর রহমানের বিরুদ্ধে। অভিযোগকারী নারীর ভাষ্যমতে, আনিছুর রহমান আনিস গাইবান্ধা সদরে বন্ধুর কোচিংয়ে ক্লাস নিতেন। আনিসের বন্ধুর বোনও সেই কোচিংয়ের ছাত্রী ছিলেন। এর একপর্যায়ে আনিসকে তার বন্ধু বোনের সঙ্গে বিয়ের প্রস্তাব দিলে আনিস রাজি হন। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ২০১৫ সালে ২৯ সেপ্টেম্বর মোছা. রেবেকা সুলতানা মনিকে বিয়ে করেন আনিস। বিয়েতে ৬ লাখ ৫০ হাজার টাকা দেনমোহর ধার্য হয়। তার মধ্যে ১১ হাজার টাকা মূল্যের স্বর্ণের নাকফুল নগদ বুঝিয়ে দিয়ে ইসলামী শরিয়াহ অনুযায়ী রেজিস্ট্রির মাধ্যমে তাদের বিয়ে হয়। ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত ভালোই চলছিল তাদের দাম্পত্য জীবন। কিন্তু ২০১৮ সালে আনিস বাংলাদেশ পুলিশ বাহিনীতে শারীরিক, লিখিত ও মৌখিক পরীক্ষায় উর্ত্তীণ হন। ট্রেনিং শেষে ৪ ফেব্রুয়ারি ২০১৯ সালে সিরাজগঞ্জের বেলকুচি থানায় এসআই পদে যোগদান করেন। নিয়ম অনুসারে বিবাহিত কোনো ব্যক্তি পুলিশের যোগদান করতে পারবেন না, এমনকি দপ্তর থেকে বিয়ের অনুমতি না পাওয়া পর্যন্ত বিয়েও করতে পারবেন না। এ ক্ষেত্রে আনিস তার স্ত্রী মনিকে বিয়ের বিষয়টি গোপন রাখার জন্য বলেন। সেই সঙ্গে যতক্ষণ পর্যন্ত পুলিশ বিভাগ থেকে বিয়ের অনুমতি না পাওয়া যাবে ততক্ষণ যেন তাদের বিয়ের বিষয়টি গোপন রাখা হয় সে বিষয়ে মনিকে অনুরোধ জানান আনিস। ভুক্তভোগী মনির অভিযোগ, পাঁচ বছর অতিবাহিত হলেও এসআই আনিস সময় নিতে থাকেন। ২০২০ সালে ডিপার্টমেন্টাল অনুমতি নিতে এসআই আনিসকে বলেন মনি। তখন আনিস জানান, ২০২০ সালে অনুমতি মেলেনি, ২০২১ সালের ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে। এসআই আনিসের স্ত্রী মনি বলেন, ‘চলতি বছরের ২৯ সেপ্টেম্বর তারিখে আমাদের পঞ্চম বিবাহবার্ষিকী ছিল। আনিসের সাথে পরামর্শ করে ঘরোয়া পরিবেশে নিকটাত্মীয় ও প্রতিবেশীদের নিয়ে বিকেল ৫টায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। আনিস হঠাৎ দুপুর ২টায় মুঠোফোনে জানায়, ব্যস্ততার কারণে সেদিন কোনোভাবেই সে আসতে পারবে না। বাধ্য হয়ে পরদিন বিকেল ৫টায় অনুষ্ঠান পেছানো হয়। এবার আনিস অনুষ্ঠান শুরুর এক ঘণ্টা আগে জানায়, তাকে স্ট্যান্ড রিলিজ করে কক্সবাজার পাঠানো হচ্ছে, যার কারণে সে আসতে পারবে না।
