সমাজের আলো : বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে প্রবাস ফেরত ছেলে জসিম উদ্দিন। ঘাতককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ মার্চ) দুপুরে সিলেটের বিয়ানীবাজারের মুড়িয়া ইউনিয়নের তাজপুর গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছেন, ২০১৪ সালে জসিম উদ্দিন প্রবাস থেকে দেশে ফিরে। দীর্ঘদিন ধরে বেকার থাকায় কিছুটা হতাশা পেয়ে বসে তাকে। বৃহস্পতিবার দুপুরে পিতার কাছে টাকা চেয়ে না পেলে উত্তেজিত হয়ে ওঠে। কথাকাটাকাটির একপর্যায়ে মুক্তিযোদ্ধা আব্দুল আজিজকে কুড়াল দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বিকেলে ডাক্তাররা বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘাতক জসিম উদ্দিনকে গ্রেফতার করে বলে জানিয়েছেন বিয়ানীবাজার থানার ওসি হিল্লোল রায়।

