ফজলুল হক উপকূলীয় প্রতিনিধিঃ শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়ের ২ নং ওয়ার্ডে সামাজিক বনায়ন কর্মসুচির শুভ সুচনা করা হয়। আজ ৪ জুন রোজ শুক্রবার বেলা ১২ টায় পরিবেশ ও বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে যুব সমাজ এই স্লোগানকে সামনে রেখে ৫ ই জুন বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে চুনা ও পাকড়াতলি (পানখালী) এলাকার যুব সমাজের উদ্যোগে সামাজিক বনবিভাগ ও বারসিকের সহযোগিতায় বুড়িগোয়ালিনী ইউনিয়ের ২ নং ওয়ার্ডের চুনা গ্রামে জগদিস পাইক পিতাঃমৃতঃ ভোলা নাথ পাইকের বাড়ি হইতে বনবিবিতলার শফিক রায় পিতাঃ মৃতঃ স্বপন রায়ের বাড়ি পযর্ন্ত সামাকিজ বনায়নের কার্যক্রমের শুভ সুচনা করা হয়। উক্ত সামাজিক বনায়ন শুভ সুচনায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সামাজিক বনবিভাগের পিরামিন ইসাক,বারসিকে প্রোগ্রাম অফিসার বাবলু জোয়ারদার,যুব সংগঠক ফজলুল হক,শিক্ষক সমরেস সরদার,যুব নেতা তাপস সরকার,কেশব সরকার প্রমুখ।

