সমাজের আলো: যশোরের বেনাপোল সীমান্তে নেশার টাকা না পেয়ে ছোট ভাই এর হাতে বড় ভাই হত্যার শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে,
জানা গেছে
একাধিক মামলার আসামি বেনাপোল কাগজ পুকুর গ্রামের ইদ্রীস আলির ছেলে আমজাদ হোসেন (২২)নামে কুখ্যাত সন্ত্রাসী তার ভাই রাসেল হোসেন (২৬) কে গুলি করে হত্যা করেছে।
সূত্র জানায় আজ বুধবার (২৯ জুলাই) সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতের চাচা আব্দুল কারিম জানান গতকাল মঙ্গলবার রাত্রে আমজাদ হোসেন নেশার জন্য তার ভাই রাসেল হোসেন এর কাছে ২০ হাজার টাকা দাবী করে। এ নিয়ে দুই ভাই কথা কাটাকাটি হয়। আজ বুধবার সকাল ১০ টার সময় সে পুনরায় ভাই এর কাছে টাকা দাবি করে। রাসেল টাকা দিতে অস্বীকার করলে আমজাদ তার গলায় পিস্তল ঠেকিয়ে গুলি করে হত্যা করে। পরে রাসেলকে বুরুজ বাগান হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা করেন।
বেনাপোল বিজিবি ক্যাম্পের সুবেদার আব্দুল ওহাব বলেন স্থানীয় লোক মারফত ওই যুবককে আমরা প্রথমে আটক করি, এসময় তার নিকট একটি ছোট চাকু পাওয়া যায়। আমরা নিশ্চিত হতে না পেরে ওই যুবককে ছেড়ে দেওয়ার পর পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।
.
পরে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুম খানের নেতৃত্বে তাকে সাদিপুর সীমান্ত থেকে আটক করা হয়েছে।

