সমাজের আলো: ব্যাংকে চাকরি দেওয়ার কথা বলে এক নারীকে (৩৫) বাসায় ডেকে গণধর্ষণ করার অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছে গ্রেফতার করেছে সবুজবাগ থানা পুলিশ। তাদের মধ্যে একজন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মচারী সনজিব কুমার দাস। আরেকজন তার সহযোগী আনিকা।সোমবার (১ মার্চ) রাতে সবুজবাগ থানা পুলিশ রাজধানীতে অভিযান চালিয়ে সনজিব ও তার সহযোগী আনিকাকে গ্রেফতার করে।সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদুল ইসলাম সোমবার দিবাগত রাত ১২টায় সারাবাংলাকে বলেন, কেরানীগঞ্জের বাসিন্দা এক নারীকে ব্যাংকে চাকরি দেওয়ার নাম করে গত ১৫ ফেব্রুয়ারি দক্ষিণ মাদারটেকের একটি বাসায় ডেকে আনে সনজিব দাস। তার সঙ্গে রাসেল, জামাল, আজিজুর রহমান ও আনিকা নামে এক নারী ওই বাসায় ছিলেন। ওই বাসাতেই ওই নারীকে সনজিবসহ বাকিরা পালাক্রমে ধর্ষণ করেন।

