সমাজের আলো : ৩০ জানুয়ারি ২০২১ তারিখ সকাল ১০ টায় ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদ হলরুমে নারী ও শিশুর প্রতি জেন্ডারভিত্তিক নির্যাতন প্রতিরোধে ইউনিয়ন সুরক্ষা কমিটির সাথে কর্মশালা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদের মহিলা ইউপি সদস্য মোছাঃ মর্জিনা খাতুন। সভায় স্বাগত বক্তব্য রাখেন, ব্রাকের রিজিওনাল ম্যানেজার উজ্জল কুবি। তিনি বলেন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ব্রহ্মরাজপুর ইউনিয়নে নানাবিধ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে, তারই একটি আজকের এই কর্মশালা। আগামীতে ইউনিয়নে কিভাবে এই সুরক্ষা কমিটির প্রতিটি সদস্য তাদের দায়িত্ব কর্তব্য পালন করবেন, নারী ও শিশুর প্রতি জেন্ডার ভিত্তিক বৈষম্য দূর করতে ভূমিকা রাখবেন, আজ এই কর্মশালায় যা আলোচনা হবে আশা করি আপনারা আপনাদের স্ব-স্ব অবস্থান থেকে নারী নির্যাতন, শিশু নির্যাতন, বাল্যবিবাহ, যৌন হয়রানি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবেন তাই এই কর্মশালাটি আজ আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করি আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই কর্মশালাটি সার্থকতা লাভ করবে। কর্মশালায় ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে ২৭ জন অংশগ্রহণ করেন। এর মধ্যে ইউপি সদস্য, গ্রাম্য ডাক্তার, ইমাম, স্কুল শিক্ষক, মাদ্রাসা শিক্ষক, সমাজসেবক, ব্যবসায়ী ইয়ুথ। কর্মশালায় নারী ও শিশুর প্রতি নির্যাতন প্রতিরোধ বিষয়ক আটটি ভিডিও ক্লিপ মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়। অংশগ্রহণকারীগণ দলীয় কাজের মাধ্যমে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে কিশোর ও পুরুষের অংশগ্রহণ কিভাবে বৃদ্ধি করে সহিংসতা হ্রাস করা যায়, নিজেদের অবস্থান থেকে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে করণীয় কি, ইউনিয়ন সুরক্ষা কমিটি আগামীতে কিভাবে নিজেদের কার্যক্রম এগিয়ে নিবে, তা দল ভিত্তিক উপস্থাপন করেন। সমগ্র কর্মশালাটি পরিচালনা করেন ব্রেকিং দ্য সাইলেন্স সাতক্ষীরা প্রকল্প অফিস ইনচার্জ ও ডেপুটি ম্যানেজার মোঃ শরিফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রকল্প অফিসের অ্যাসিস্ট্যান্ট ফাইন্যান্স অফিসার সুব্রত সানা, ফ্যাসিলিটেটর মো: আব্দুল মান্নান প্রমুখ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *