সমাজের আলো : করোনায় দুই ভাইকে হারিয়েছেন জাসেন্টা গোমেজ। বাড়ির উৎসবটাও অন্যবারের মতো হয়নি। তবু বোনকে নিয়ে বড়দিনের প্রার্থনায় যোগ দিতে এসেছেন। তাই উৎসবের চেয়েও ভাইসহ করোনায় মৃত ব্যক্তিদের জন্য প্রার্থনাই ছিল জাসেন্টার কাছে এবারের বড়দিন। আজ ২৫ ডিসেম্বর খ্রিষ্টধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। স্বাস্থ্যবিধি মেনে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গির্জায় বড়দিনের প্রার্থনা ও উৎসব পালিত হচ্ছে। সকালে রাজধানীর তেজগাঁও ক্যাথলিক গির্জায় প্রার্থনায় যোগ দিতে সকাল থেকেই আসতে থাকেন খ্রিষ্টধর্মাবলম্বীরা। জাসেন্টা গোমেজ সকাল নয়টার প্রার্থনায় যোগ দেন। তিনি বলেন, ‘এবারের উৎসব তো আর আগের মতো না। আমার দুই ভাই মারা গেলেন করোনায়। তাঁদের জন্য প্রার্থনা করলাম। বাড়িতেও খুব বড় করে উৎসব হচ্ছে না। চার্চে এসেও দেখি আগের চেয়ে লোকজন কম।’ তেজগাঁও ক্যাথলিক চার্চের আর্চবিশপ বিজয় নিসফরাস ডি’ক্রুজ প্রার্থনা পরিচালনা করেন। তিনি বলেন, ‘এই মুহূর্তে সারা বিশ্ব শঙ্কিত, ভীত করোনাভাইরাসের সংক্রমণে। এবারের প্রার্থনা ছিল, সারা বিশ্ব এবং প্রতিটি মানুষ এই মহামারি থেকে যেন মুক্তিলাভ করে, যাতে আবার সবাই সুখে-শান্তিতে জীবন যাপন করতে পারে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *