সমাজের আলোঃ ভারতে গরু চুরির অভিযোগে পিটিয়ে মৌলভীবাজার জুড়ী উপজেলার ধামাই চা বাগানের রনজিৎ রিকমনকে হত্যার পর লাশ বিএসএফ বিজিবির কাছে হস্তান্তর করা করেছে। এ ঘটনায় ভারতের করিমগঞ্জ হাসপাতালে ভর্তি রয়েছেন আরো এক বাংলাদেশী চা শ্রমিক। বিজিবি ৫২ ব্যাটলিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল গাজী শহীদ উল্লাহ জানান নিহতের লাশ ফিরিয়ে আনতে কয়েক দফা বৈঠক শেষে ৪ জুন বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে শেওলা ও সুতার কান্দি সীমান্ত দিয়ে আনুষ্ঠানিক ভাবে গ্রহন করা হয়। নিহতের পরিবার সূত্রে জানা যায় নিহত রঞ্জিত গত ৩১ মে থেকে নিঁখোজ ছিলেন। পরে ভারতীয় গণমাধ্যমে হত্যার ঘটনা জানতে পারেন। গত মঙ্গলবার (২ জুন) সকালে ভারতের আসামের করিমগঞ্জ জেলার পাথারকান্দির পুতনি চা-বাগানে গরুচোর সন্দেহে চারজনকে আটক করে স্থানীয় জনগণ। এরমধ্যে দু’জন বাংলাদেশী ছিলেন। একজনকে পিটিয়ে তারা হত্যা করে এবং অপরজন আহত হন। এ ঘটনা জানার পর থেকে এখনো নিহতের বাড়িতে চলছে আহাজারি আর শোকের মাতম।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *