সমাজের আলো।। ভারতের অন্ধ্র প্রদেশের কুরনুল জেলায় জাতীয় মহাসড়ক ৪৪-এ ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২০ জন যাত্রী প্রাণ হারিয়েছেন এবং বহু যাত্রী দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
শুক্রবার (২৪ অক্টোবর) ভোরে চিন্নাটেকুরু গ্রামের কাছাকাছি এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বেঙ্গালুরু থেকে হায়দরাবাদগামী কাভেরী ট্রাভেলসের একটি বেসরকারি বাস স্থানীয় সময় ভোর প্রায় ৩টা ৩০ মিনিটে পেছন দিক থেকে একটি মোটরসাইকেলের ধাক্কা খায়। সংঘর্ষের পর দুই–চাকার যানটি বাসের নিচে আটকে গিয়ে আগুন ধরে গেলে অল্প সময়ের মধ্যেই তা পুরো বাসে ছড়িয়ে পড়ে এবং মুহূর্তেই বাসটি আগুনের লেলিহান শিখায় পুড়ে যায়।
দুর্ঘটনার সময় বাসটিতে প্রায় ৪২ জন যাত্রী ছিলেন। কয়েকজন জানালা বা জরুরি নির্গমন ভেঙে অল্প আঘাত নিয়ে বের হতে সক্ষম হলেও বাকিরা দম বন্ধ হয়ে বা আগুনে দগ্ধ হয়ে প্রাণ হারান।
ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধারকাজ শুরু করে এবং আহতদের কুরনুল সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তবে অবিরাম বৃষ্টিপাতের কারণে উদ্ধারকাজ ব্যাহত হয়েছে এবং ধ্বংসস্তূপের ভেতর থেকে মরদেহ বের করতে সময় লাগছে।

