সমাজের আলো : খুলনা আটরা গিলাতলায় ভিমরুলের কামড়ে এক শিশুর করুণ মৃত হয়েছে। ১৫ আগস্ট সকাল ৮ টায় গিলাতলা ৫নং ওয়ার্ডে মুন্সিপাড়া কয়েক জন শিশু রাস্তার পাশে খেলা করার সময় মাসুদ মোল্লার পুকুর পাড়ে থাকা ভেমরুলে চাক থেকে নাসির মুন্সির পুত্র আয়ান মুন্সি (৪) কে ভিমরুলে কমড়ায়। এসময়ে তার পরিবারের লোকজন ছুটে এসে প্রথমে তাকে ফুলতলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে খুলনা মেডিকের কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্য বলে ঘোষনা করে।
প্রতিবেশিরা জানায়, সকালে এক সাথে কয়েক জন শিশু মিলে খেলা কারার সময় মাসুদ মোল্লার পুকুর পাড়ের ভিমরুলের চাক থেকে ছুটে আসা ১০/১২ টি ভিমরুল আয়ানকে আক্রমন করে, এমসয়ে সে অচেতন হয়ে পড়লে তাকে প্রথমে ফুলতলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সে মারা যায়। রবিবার বাদ আছর মিরপাড়া ঈদগা ময়দানে জানাযা শেষে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে। খবর পেয়ে খানজাহান আলী থানা শিরোমনি পুলিশ ফাড়ির ইনচার্জ হারুন অর রশিদ ঘটনা স্থল পরিদর্শন করেন।

