সমাজের আলো : জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের বাজার তদারকি টিমে অভিযান চালিয়েছে। (১৩ অক্টোবর) বুধবার সাড়ে ১১টায় দেবহাটা উপজেলার পারুলিয়া-সখিপুর বাজার তদারকি করা হয়।জেলা কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ- ক্যাব সদস্য মোঃ সাকিবুর রহমান ও জেলা পুলিশ ফোর্সের সহায়তায় দেবহাটা উপজেলার পারুলিয়া-সখিপুর বাজার তদারকি করেন সাতক্ষীরাতে অতিরিক্ত দায়িত্বে সহ:পরিচালক শিকদার শাহীনুর আলম (খুলনা)। সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া ও সখিপুর বাজারের ঔষুধ হোটেল ও মিষ্টির দোকান ভোক্তা পর্যায়ে বিক্রয় পণ্য তদারকি করেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন’০৯ বাস্তবায়নে প্রশাসনিক ব্যবস্থায় পারুলিয়া বাজারের মেসার্স হাবিব ফার্মেসিতে ৩ হাজার, মেসার্স মোজাদ্দেদিয়া ফার্মেসিতে ১০ হাজার, সখিপুর বাজারের মেসার্স আনজু মনোয়ারা ফার্মেসিতে ২ হাজার এবং মেসার্স জনতা ফার্মেসিতে ১০ হাজার মিলে মোট ২৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।উক্ত প্রতিষ্ঠানগুলো ভোক্তা অধিকার সংরক্ষণ আইন’০৯এর ভোক্তা পর্যায়ে ফিজিশিয়ান স্যাম্পল ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়ে ৩৭ও৫১ ধারা লংঘনের অপরাধ চিহ্নিত হয়েছে। এসময়ে বিভিন্ন প্রতিষ্ঠান ও ক্রেতাদেরকে পরামর্শ প্রদান ও লিফলেট বিতরণ করা হয়েছে। জনস্বার্থে এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *