সমাজের আলো : ভোমরা স্থলবন্দরে অনুষ্ঠিত হলো “ভোমরা সিএ্যান্ডএফ এজেন্টস কর্মচারী এসোসিয়েশন নির্বাচন। ত্রিবার্ষিক এই নির্বাচনে ভোটারদের প্রতাক্ষ ভোটে আগামী তিন বছরের জন্য সভাপতি পরিতোষ কুমার ঘোষ, সিনিয়র সহ-সভাপতি কামরুল ইসলাম, সহ সভাপতি সদরুল আলম, সাধারণ সম্পাদক নাজমুল আলম মিলন, সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাদিউজ্জামান বাদশাহ, অর্থ সম্পাদক নাসির উদ্দিন, ক্রীড়া ও সমাজ কল্যাণ মেহেদী হাসান, কাস্টম ও বর্ডার সম্পাদক আব্দুল্লাহ আতিকুর, প্রচার ও বন্দর সম্পাদক আরিফুল ইসলাম, কার্যকারী সদস্য সোহেল রানা, মনিরুল ইসলাম ও ইয়াসিন আলী নির্বাচিত হন।
নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, নির্বাহী কমিটির ১৩টি পদের মধ্যে একটি যুগ্ম সাধারণ সম্পাদক পদে মিজানুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। অপর ১২টি পদে প্রতিদ্বন্দ্বীতা করেন আরও ২৭ জন।
শনিবার সকাল ৯টায় শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত এই ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। এসময় পুলিশ ও নিরাপত্তারক্ষীরা আইনশৃংখলা রক্ষার দায়িত্বে নিয়োজিত ছিলেন। নির্বাচনে ৮৯২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

