সমাজের আলো ঃআসসালামু আলাইকুম। মাননীয় শ্রম আদালত, খুলনার শ্রম-০১/২০২২ নং মামলার আদেশের প্রেক্ষিতে পরিচালক ও রেজিস্ট্রার অব ইউনিয়ন্স, বিভাগীয় শ্রম দপ্তর, খুলনা ২৭/০৩/২০২২খ্রি ৭২৭ নং পত্রের মাধ্যমে কার্যনির্বাহী কমিটির নির্বাচন নির্ধারিত ৬০ দিন সময়ের মধ্যে সম্পন্ন করার নির্দেশনা প্রদান করেছেন। তারই পরিপ্রেক্ষিতে আগামী ১৬ এপ্রিল, ২০২২খ্রিঃ রোজ শনিবার বেলা ২.০০ ঘটিকায় অত্র এসোসিয়েশনের “বিশেষ নির্বাচনী সাধারণ সভা-২০২২” এসোসিয়েশন এর নিজস্ব ভবনে অনুষ্ঠিত হইবে।
উক্ত “বিশেষ নির্বাচনী সাধারণ সভা” অনুষ্ঠানে শুধুমাত্র সংশ্লিষ্ট্য সিএন্ডএক মালিকগণকে যথাসময়ে উপস্থিত থাকিবার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইল।
আলোচ্য বিষয়:
১. বিগত সাধারণ সভার রেজুলেশন পঠন ও অনুমোদন।
২. আয় ব্যয়ের হিসাব উপস্থাপন ও অনুমোদন।
৩. আগামী ত্রি-বার্ষিক নির্বাচনের তারিখ নির্ধারণ ও নির্বাচন কমিশন গঠন প্রসঙ্গে।
৮. বিবিধ।
অনুলিপি: সদয় অবগতির জন্য। (জ্যেষ্ঠতার ক্রমানুসারে নহে)
১.জেলা প্রশাসক, সাতক্ষীরা।
২. পুলিশ সুপার, সাতক্ষীরা।
৩. পরিচালক ও রেজিষ্টার অব ট্রেড ইউনিয়ন্স, বিভাগীয় শ্রম দপ্তর, খুলনা বিভাগ, বয়রা, খুলনা।
৪. নোটিশ বোর্ড
৫. অফিস কপি।
ধন্যবাদান্তে
শেখ এজাজ আহমেদ স্বপন,
আহবায়ক,
এডহক কমিটি,
ভোমরা কাস্টমস্ ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস্ এসোসিয়েশন,
ভোমরা স্থল বন্দর, সাতক্ষীরা।

 By সজীব মন্ডল, সহ-সম্পাদক
   By সজীব মন্ডল, সহ-সম্পাদক