সমাজের আলো : ভোমরা স্থল বন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের ৫ সদস্য বিশিষ্ঠ এডহক কমিটি গঠন করা হয়েছে। রেজিস্টার অব ট্রেড ইউনিয়ন, খুলনার বিভাগীয় পরিচালক স্বাক্ষরিত এক আদেশে উক্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ৪৫ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে বলা হয়েছে। এডহক কমিটির আহবায়ক হয়েছেন, ভোমরা সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সদস্য ও জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদককমিটির অন্যান্য সদস্যরা হলেন, ভোমরা সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি আশরাফুজ্জামান আশু, সাবেক অর্থ সম্পাদক এ এস এম মাকছুদ খান, সাবেক সহ-সভাপতি রামকৃষ্ণ চক্রবর্তী ও সাবেক সদস্য মো. মিজানুর রহমান। বিভাগীয় শ্রম দপ্তরের একটি সুত্র এ তথ্য নিশ্চিত করেছেন এবং আজ বৃহস্পতিবার এ সংক্রান্ত চিঠি সংশ্লিষ্ঠ কর্মকর্তা ও দপ্তরে পৌছে যাবে বলে জানিয়েছেন।ভোমরা স্থল বন্দর সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের নেতৃত্ব প্রত্যাশি হাতে গোনা ২/৩ জন ব্যক্তি সমগ্র স্থল বন্দরকে জিম্মি করে রেখেছে। সাধারণ কেউ এখানে ব্যবসা করতে আসলেই তাকে নানাভাবে হয়রানী করা হয়। কতৃপক্ষও তাদের ইশারায় নানা আইনের বেড়াজালে ফেলে এইসব সাধারণ ব্যবসায়ীদেরকে হয়রানী করে। এরফলে বর্তমানে হাতে গোনা ১৫/২০জন সিএন্ডএফ এজেন্ট ছাড়া অধিকাংশ ব্যবসায়ী অন্য বন্দরে চলে গেছেন। এরমধ্যে আবার একটু প্রভাব নিয়ে চলতে পারেন এমন ৫/৭ জন ছাড়া অন্যদের তেমন কোন ব্যবসা নেই।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *