মণিরামপুর (যশোর)প্রতিনিধি: মণিরামপুরের চালুয়াহাটি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক প্রফেসর এস.এম হাসানের নির্বাচনী কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে চালুয়াহাটি ইউনিয়নের শয়লাহাট হাইস্কুল মাঠে ইউনিয়ন আওয়ামীলীগ নেতা সমাজসেবক আকবর আলী’র সভাপতিত্বে ও সহকারি শিক্ষক মাহফুজুল্লাহ মাহফুজ, আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক নেতা সন্দীপ ঘোষ, আওয়ামীলীগ নেতা সমাজসেবক আনিচুর রহমান, জহুরুল হক, আব্দুস সালাম, যুবলীগ নেতা আশিকুর রহমানসহ ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মী ও এলাকাবাসি। এ সময়ে চেয়ারম্যান পদপ্রার্থী প্রফেসর এস.এম হাসান বলেন, আমি চালুয়াহাটি ইউনিয়নের সকল নেতাকর্মীদের সাথে নিয়ে আওয়ামীলীগকে আরও শক্তিশালী করে গড়ে তুলবো। আমি সর্বস্তরের দলীয় নেতাকর্মী তথা ইউনিয়নবাসির পাশে থাকার সুযোগ চাই। জননেত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে এবং এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দিনরাত নিরলস কাজ করে যাচ্ছি। দলীয় মনোনয়ন ও চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ইউনিয়নবাসীর সহযোগিতা কামনা করছি।
Yeorab Hossain
Yeorab Hossain

Yeorab Hossain
Yeorab Hossain



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *