সমাজের আলো : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে টার্গেট করে বিএনপির নেতৃত্বে হচ্ছে বৃহত্তর রাজনৈতিক জোট। নির্বাচনের আগে সরকারকে চাপে ফেলতে ডান, বাম ও মধ্যপন্থী দল নিয়ে জোট করতে দৌড়ঝাঁপ শুরু করেছেন বিএনপির কিছু সিনিয়র নেতা। তবে এ জোটে থাকছে না জামায়াতসহ কয়েকটি ইসলামী দল। ২০০১ সালের আগে চারদলীয় জোট করে যেভাবে রাজপথ দখলে রেখে ৮ম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়লাভ করে সেভাবে মরণ কামড় দিয়ে মাঠে নামতে চায় বিএনপি। এ জন্য বিভিন্ন কৌশলে ভেতরে ভেতরে প্রস্তুতি জোরদার করছে।

সূত্র জানায়, নতুন বৃহত্তর জোট গঠনের আগে প্রকাশ্যে বেশি হাঁকডাক না করার কৌশল নিয়েছে বিএনপি। আর এ জন্যই কাজ করছে চুপেচাপে। জামায়াতসহ কটি ইসলামী দল ছাড়া ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের সবগুলো দল এবং এ দুই জোটের বাইরে আরও কটি বাম ও মধ্যপন্থী দলের সঙ্গে ইতোমধ্যেই দফায় দফায় কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কজন সিনিয়র নেতা। সবকিছু ঠিকঠাক থাকলে ডিসেম্বরের মধ্যে কর্মকৌশল চূড়ান্ত করে নতুন বছরের শুরুতেই সুষ্ঠু নির্বাচনের দাবিতে রাজপথে আন্দোলন জোরদার করতে চায় সরকারবিরোধী বৃহত্তর জোট। তবে জামায়াতসহ কটি ইসলামী দলকে সরাসরি জোটে রাখলে বিতর্ক হবে এমন ভাবনা থেকে এসব দলগুলোর সঙ্গেও গোপনে যোগাযোগ রেখে তাদের বৃহত্তর জোটের সঙ্গে যুগপৎ আন্দোলনে রাখার কৌশল গ্রহণ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *