সমাজের আলো : মায়ের মরদেহ উদ্ধারের পর ফ্রান্সের লো মানস শহরের বাড়িটি ঘিরে রাখে

মা মারা যাওয়ার পরেও পাঁচ ও সাত বছর বয়সী দুই বোন ভেবেছিল তাদের মা হয়তো ঘুমাচ্ছেন। এভাবেই তারা কয়েক দিন মৃত মায়ের পাশে কাটিয়ে দেয়। পরে খবর পেয়ে পুলিশ তাদের মায়ের মরদেহ উদ্ধার করে। ঘটনাটি ঘটে ফ্রান্সের উত্তর–পশ্চিমাঞ্চল। গতকাল শনিবার ফ্রান্সের বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছে স্থানীয় একজন সরকারি কৌঁসুলি।
এএফপির খবরে বলা হয়, আঞ্চলিক সরকারি কৌঁসুলির কার্যালয় থেকে জানানো হয়েছে, ওই শিশু দুটি টানা কয়েক দিন অনুপস্থিত থাকায় তাদের স্কুল থেকে পুলিশকে খবর দেওয়া হয়। গত বুধবার যখন পুলিশ লো মানস শহরের ওই ফ্ল্যাটে যায়, তখনো দুই বোন ভেবে বসেছিল যে তাদের মা ঘুমাচ্ছেন। তাই পুলিশ কর্মকর্তাদের দেখার পরই দুই বোন বলে ওঠে, ‘শান্ত থাকুন, মা ঘুমাচ্ছেন।’কদিন ধরে তারা এই অবস্থায় ছিল তা জানা যায়নি।
এরপর পুলিশ সদস্যরা ভেতরে ঢুকে তাদের মায়ের মরদেহ উদ্ধার করেন। ওই নারীর জন্ম ১৯৯০ সালে আইভরি কোস্টে। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তে জানা গেছে, স্বাভাবিক মৃত্যু হয়েছে তার। মায়ের মরদেহ উদ্ধারের পর মেয়ে দুটিকে হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে নেওয়া হয় শিশু লালন কেন্দ্রে। মানসিক ধাক্কা কাটিয়ে উঠতে তাদের ‘কাউন্সেলিং’ সেবা দেওয়া হচ্ছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *