সমাজের আলো : মাদকের টাকা না দেওয়ায় পিতাকে হত্যা করেছে মাদকাসক্ত ছেলে। কিশোরগঞ্জের কটিয়াদীতে নিদান মিয়া (৫০) নামে ওই পিতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে ছেলে হৃদয় মিয়া। গতকাল শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে পৌর এলাকার দড়িচরিয়াকোনা নামক স্থানে ঘটনাটি ঘটে।আজ শনিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। পরে ছেলে হৃদয়কে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে স্থানীয়রা।

