মোঃ সোহাগ হোসেন, শার্শা (যশোর) প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার ৭নং কায়বা ইউনিয়নের বাগুড়ী গ্রামে মাদক বিক্রির বিরুদ্ধে প্রতিবাদ করায় মোঃ শাহিন হোসেন (৩২) নামে এক ব্যক্তিকে পিটিয়ে গুরুতর আহত করেছ মাদক বিক্রেতারা।গুরুতর আহত, মোঃ শাহিন হোসেন, শার্শা থানাধীন বাগুড়ী গ্রামের মোঃ আফিল সরকারের ছেলে, সে পেশায় একজন ঝালমুড়ি বিক্রেতা।
আহত শাহিন হোসেন জানান, গত দুই আগে আমাকে নুরজাহানের ভাই হাফিজুর ডেকে নিয়ে যায়, এসময় আমি কিছু বুঝে উঠার আগেই নুরজাহান আমাকে চড় থাপ্পড় পারতে শুধু করে, পরে আমি কাউকে কিছু না বলে বাড়িতে চলে আসি। আজ রবিবার (১২ ডিসেম্বর) দুপুর ১,৩০ মিনিটের সময় বাগুড়ী বেলতলা বাজারে মুনতাজের সবজির দোকানে সবজি কেনার জন্য দাঁড়িয়ে ছিলাম এসয় পেছন থেকে নুরজাহান ও তার স্বামী গনি আমাকে বাঁশের লাঠি ও ইট দিয়ে বেধড়ক মারপিট করে এবং আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে দূরত্ব চলে যায়। পরে আমার চিৎকার শুনে স্থানীয়রা এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।এবিষয়ে আহত শাহিন হোসেন বাদী হয়ে তিন (৩) জনের নাম উল্লেখ করে শার্শা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খাঁন অভিযোগ আমলে নিয়ে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাহমুদ আল ফরিদ ভূঁইয়া কে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।

