সমাজের আলোঃ বরগুনার বামনা উপজেলায় মাসুমা আক্তার (৩৮) নামে এক মানসিক প্রতিবন্ধী চার মাসের অন্তঃসত্তা হওয়ার অভিযোগ পাওয়া গেছে। বামনা উপজেলার কালিকাবাড়ী গ্রামের মৃত মো. ছাদের মোল্লার মেয়ে। এ ঘটনায় অভিযুক্ত আশ্রয়দাতা মো. হাশেম মল্লিক (৬৫) নাম এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। সে বামনা উপজেলার ঢুষখালী গ্রামের মৃত লালু মল্লিকের সন্তান।

এ ঘটনায় আজ সোমবার (২২জুন) সকালে মানষিক প্রতিবন্ধী মাসুমা আক্তারের বড় ভাই মো. ফারুক মোল্লা আশ্রয়দাতা মো. হাশেম মল্লিক (৬৫) কে আসামী করে মামলা দায়ের করেন।

এ বিষয়ে মাসুমার ভাই মো. ফারুক মোল্লা বলেন, আমার বোন মানসিক প্রতিবন্ধী। এই সুযোগ কাজে লাগিয়ে হাশেম মল্লিক তাকে আশ্রয় দেওয়ার নাম করে আমার বোনটিকে প্রতিদিন যৌন নিযার্তন করতো। এ কারণেই সে অন্তঃসত্ত্বা হয়। আমার প্রতিবন্ধী বোনটির এ ধরনের ঘটনা যিনি ঘটিয়েছেন তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

বামনা উপজেলা সুশাসনের জন্য নাগরিক (সনাক) নেতা ওবায়দুল কবির আকন্দ দুলাল বলেন, ওই নারীর প্রথম সন্তানটির বাবা কে তাও জানেনা তার পরিবার এমনকি ওই প্রতিবন্ধী নারীটিও।

দ্বিতীয়বার সে আবার মা হতে চলেছেন। এটা আমাদের মানষিক বিকারগ্রস্ততার ফসল। এই ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হলে সমাজ আরো কলুষিত হবে।

বামনা থানার ওসি মো. ইলিয়াস তালুকদার বলেন, আমরা অভিযোগ পেয়ে ওই আশ্রয়দাতাকে আটক করেছি। পরে ভুক্তভোগীর প্রতিবন্ধী নারীর ভাই মামলা দায়ের করলে আজ সোমবার দুপুরে আসামীকে বরগুনা কোর্টের মাধ্যমে জেলহাজতে ও ওই নারীকে ডাক্তারী পরীক্ষার জন্য বরগুনা হাসপাতালে পাঠানো হয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *