যশোর অফিস
মানহানির অভিযোগে পানি উন্নয়ন বোর্ডের প্রশিক্ষন পরিদফপ্তরের উপ-পরিচালক আব্দুর রশিদের বিরুদ্ধে যশোর আদালতে একটি মামলা হয়েছে। মঙ্গলবার যশোর পানি উন্নয়ন বোর্ডের উর্দ্ধতন হিসাব সহকারী মহসিন আলী বাদী হয়ে এ মামলা করেছেন। আসামি আব্দুর রশিদ মানিকগঞ্জন শিবালয় থানার দুসর গ্রামের আফছার উদ্দিনের ছেলে।
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শম্পা বসু অভিযোগটি গ্রহণ করে আগামী ৯ জানুয়ারি আদেশের জন্য দিন ধার্য করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী এমএ গফুর।
মামলার অভিযোগে জানা গেছে, মহসীন আলী সুনামের সাথে পানি উন্নয়ন বোর্ডে চাকরি করে আসছেন। যার ফলশ্রুতিতে কিছু লোক তার ক্ষতি করার ষড়যন্ত্র শুরু করেন। এরই ধারাবাহিকতায় মহসিন আলীর বিরুদ্ধে বেনামে কেবা কারা অফিসের কর্মকর্তাদের কাছে অভিযোগ দেন। আসামি আব্দুর রশিদ অতি নিজে বেনামী অভিযোগের তদন্তের দায়িত্ব¡ নেন। গত ১৬ ফেব্রুয়ারি আসামি আব্দুর রশিদ যশোর অফিসে এসে লোকজনের সামনে বলেন, মহসিন আলী বিভিন্ন সময়ে খুব বেশি বাড়াবাড়ি করেছে। এসময় মহাসিন আলী কি বাড়াবাড়ি করেছি জিজ্ঞাসা করলে তিনি তার জবাবে বলেন, একটু ভাব না নিলে তুমিতো টাকা দিবানা। চাকরি করতে হলে ৫০ হাজার টাকা দিতে হবে। অন্যথায় তোমার নামে মিথ্যা রিপোর্ট দিয়ে তোমাকে চাকরিচ্যুত করে দিব। তিনি এ টাকা সকলের সামনে ঘুষ হিসেবেই দাবি করেন। গত ২৪ আগস্ট মহসিন আলী তার অফিসে যেয়ে সহকর্মীদের মাধ্যমে একটি তদন্ত প্রতিবেদন দেখতে পান। রিপোর্টে ৬টি মিথ্যা ভিত্তিহীন অভিযোগের কথা উল্লেখ করেছেন। যার মধ্যে যশোর পানি উন্নয়ন বোর্ড থেকে বদলী ও বার বার ফিরে আসাকে উল্লেখ করা হয়েছে। প্রকৃত পক্ষে তার বদলী ও ফিরে আসার ব্যপার নিজের কিছুই নয়। কতৃপক্ষের আদেশে বদলী ও ফিরে আসা। আসামি এ তদন্ত রিপোর্ট তৈরী করে তার কপি কর্মস্থলসহ বিভিন্ন অফিসে ও আত্মীয় স্বজনের কাছে দিয়ে হেয় করেছেন। বাধ্য হয়ে তিনি আদালতে এ মানহানির মামলা করেছেন।

