আজহারুল ইসলাম সাদীঃ ” মানুষ মানুষের জন্য ” এর পক্ষ থেকে, করোনা পরিস্থিতিতে কর্মহীন মানুষের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
এ লক্ষে আজ শুক্রবার (৩১ জুলাই) সকাল ১০টায় সাতক্ষীরা শহরের মিনি মার্কেট চত্বরে উক্ত ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সাতক্ষীরার বিশিষ্ট সমাজ সেবক ডাঃ আলহাজ্ব আবুল কালাম বাবলা,ডেইলি সাতক্ষীরা’র তত্ত্বাবধায়নে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান। ডেইলি সাতক্ষীরা’র সম্পাদক হাফিজুর রহমান মাসুমের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (পিপিএমবার)।
এসময় প্রধান অতিথি বলেন, এই পরিস্থিতিতে সব চেয়ে বেশি বিপদে পড়েছেন সমাজের নিম্ন মধ্যবিত্তরা। পবিত্র ঈদ উদযাপনসহ করোনা-আম্ফান পরিস্থিতিতে ডেইলি সাতক্ষীরা, সুন্দর উদ্যোগ নিয়ে, মানুষের জন্য কাজ করে যাচ্ছে। যা দৃষ্টান্ত হয়ে থাকবে। তারা যেভাবে এগিয়ে এসেছে, বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থাও যেন এ ভাবে এগিয়ে আসে। তিনি এই মহতী উদ্যোগকে স্বাগত জানান।
অনুষ্ঠানে ১২০ টি পরিবারের মধ্যে ঈদ সামগ্রি পেঁয়াজ, আদা, রসুন, গরম মশল্লা, আলু, চিনি, সেমাই, লবন, লাচ্চা, তেল বিতরণ করা হয়। এছাড়া ঈদের দিন গরু কোরবানির পর মাংস ওই ১২০টি পরিবারের বাড়িতে পৌছে দেওয়া হবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *