সমাজের আলো: ভোলায় মাল্টা চাষ করে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন বেকার যুবকরা। কৃষি জমির পাশা পাশি অনাবাদী ও পতিত জমিতে মাল্টা চাষ শুরু করে দিন বদলের সংগ্রাম করছেন এসব যুবকরা। অন্যান্য ফসলের চাইতে কম সময় ও স্বল্প পরিশ্রমে অধিক লাভ হওয়ায় দিন দিন মাল্টা চাষের দিকে ঝুকছেন এই অঞ্চলের কৃষকরা।
এক ফসলি জমির অঞ্চল বলা হলে ও সেই অপবাদ এখন অনেকটাই ভ্রম বলে প্রমান করেছেন ভোলার বেকার যুবকরা। এক ফসলী (ধানী) জমির পাশে কিছুটা উচুঁ ও পতিত জমিতে মাল্টা চাষ করে সাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন এ অঞ্চলের কৃষকরা । কেউ কেউ মাছের খামার ও অন্যান্য ফসলের পাশাপাশি বাড়তি আয়ের সুযোগ হিসেবে বেছে নিচ্ছে মাল্টা চাষ। এতে করে বেকার কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।
তবে কৃষি বিভাগের সহায়তা পেলে ভোলায় মাল্টা চাষে বিপ্লব ঘটানো সম্ভব বলে জানান এখানকার চাষীরা। এদিকে মাল্টা চাষে আশাবাদী হলেও এ ফল চাষে পূর্ব অভিজ্ঞতা না থাকায় কৃষি অফিসের সহায়তা চান চাষীরা।মাঠ পর্যায়ে পরামর্শ ও সরকারী সহায়তার দাবী করেন চাষিরা।
উপেজেলা কৃষি কর্মকর্তা মোঃরিয়াজ উদ্দিন বলেন অনুকূল আবহাওয়া আর রোগ বালাই না হলে খরচ পুষে দ্বিগুন লাভবান হওয়ার কথা জানান ।ইতিমধ্যে ভোলায় ১২শ হেক্টর জমিতে মাল্টা আবাদ করা হয়,ভোলা সদর উপজেলায় ছোট বড় ১০০ টি মাল্টা বাগান করা হয়েছে, এই বছরে ২০-২৫ টি বাগান থেকে মাল্টা বিক্রি করা হবে। এদিকে ভোলার মাটি ও আবহাওয়া মাল্টা চাষের জন্য অত্যন্ত উপযোগী। দেশের পুষ্টির চাহিদা পূরনে মাল্টা চাষে গুরুত্বপূর্ন ভুমিকা রাখবে । পাশাপাশি কৃর্ষি বিভাগ এর পক্ষ থেকে মাল্টা চাষীদের সার্বক্ষণিক সাহায্য সহায়তা করার কথাও বলেন এই কর্মকর্তা।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *