রাকিবুল হাসান : শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের যতীন্দ্রনগর গ্রামে হত্যার চেষ্টা মামলার আসামি প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে ৷ এ বিষয়ে শ্যামনগর থানায় ৩ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হলে ৷ ২ জন জামিনে থাকলেও ১নং আসামি এখনও পর্যন্ত জামিন না ধরেও প্রকাশ ঘুরে বেড়াচ্ছে ৷ প্রকাশ থাকে যে, গত ১৭ই মার্চ ২০২২ তারিখ সকাল ১০ টার সময়
মৎস্য ঘেরীতে পানি নিয়ে বিরোধকে কেন্দ্র করে যতীন্দ্রনগর গ্রামের মোঃ হাকিম গাজীর পুত্র মোঃ মোমিন গাজী (৩৮) মোঃ মোস্তফা গাজীর পুত্র আশিক গাজী (২৫) সহ সাথে থাকা অনান্যরা সংঙ্গবদ্ধ ভাবে পূর্ব পরিকল্পিত মৃত জলিল মোড়লের পুত্র মোঃ করিম মোড়লের (৪৫) মৎস্য ঘেরীর পানির পথে বাধাঁ দিলে কথা কাটা কাটির এক পর্যায়ে করিমকে বেদম মারপিট করে ৷ এতে করে করিমকে কোদাল দিয়ে নাকের উপরে এলোপাথাড়ি মারলে সে মারাত্মক ভাবে আহত হয় এবং করিমের স্ত্রী তাহমিনাকে তার ঘেরীর বাসায় আটক করে মার ধর সহ বিভিন্ন ভাবে হেনেস্তা করে। তারপর করিম মোড়লের ডাক চিৎকারে এলাকাবাসী ঘটনা স্থলে এসে তাদের কে উদ্ধার করে শ্যামনগর হাসপাতালে চিকিৎসার জন্য তাদের পাঠানো হয় ৷ বিষয়টি নিয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ জানান,আমরা আসামিদের আটক করার চেষ্টা করছি।

