সমাজের আলো : সামাজিক যোগাযোগমাধ্যমে এক চিত্রনায়িকার সঙ্গে ফোনালাপ ছড়িয়ে পড়ার পর বিতর্কে জড়ান প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। ফাঁস হওয়া কথোপকথনে অশ্রাব্য ভাষা প্রয়োগের পাশাপাশি ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। তথ্য প্রতিমন্ত্রীর শিষ্টাচারবিবর্জিত বক্তব্যের প্রতিবাদে এবং তার অপসারণ দাবি করে নারীনেত্রীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিবৃতি দিয়েছেন।
জানা যায়, কয়েকদিন ধরে টানা আলোচনা-সমালোচনার মধ্যে থাকা ডা. মুরাদ হাসান শনিবার একটি বেসরকারি টেলিভিশনের টকশোয় সাবেক এক নারী সংসদ সদস্যকে ‘মানসিক রোগে আক্রান্ত’ বলে মন্তব্য করেন।বৃহস্পতিবার ঢাকার অভিজাত একটি সামাজিক ক্লাবে তিনি বিব্রতকর পরিস্থিতি তৈরি করেন। তার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এর আগের দিন ইউটিউবে প্রচারিত একটি সাক্ষাৎকারে তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তাঁর পরিবারের নারী সদস্যকে উদ্দেশ করে অশালীন বক্তব্য দেন। সেখানে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীকে নিয়েও ‘আপত্তিকর’ মন্তব্য করতে শোনা যায় তথ্য প্রতিমন্ত্রীকে।
