সমাজের আলো : হঠাৎ বদলে গেল দৃশ্যপট। গতকাল সকাল থেকে রাজধানীর চিত্র অনেকটা অচেনা। গিজ গিজ করা সড়কে হঠাৎ মানুষের সংখ্যা একেবারেই কম। যানবাহনও নেহায়েত কম। জরুরি প্রয়োজনে বের হওয়া মানুষ কর্মস্থলে যাচ্ছেন রিকশা বা অন্য কোনো যানবাহনে করে। মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনা-বিজিবির টহল। কোথাও কোথাও মোবাইল কোর্টের তল্লাশি।সারা দেশে কঠোর লকডাউন শুরুর প্রথম দিন এমন চিত্রই দেখা গেছে রাজধানীতে।

সারা দেশে একইভাবে সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ কারণে ঘর থেকে বের হওয়া মানুষের সংখ্যা ছিল আগের দিন থেকে অনেক কম। লকডাউনের কারণে সব ধরনের যানবাহন ছিল বন্ধ। দোকান, বিপণিবিতান বন্ধ থাকায় কেনাকাটার জন্য মানুষ ঘর থেকে বের হননি। তবে কাঁচাবাজারে দেখা গেছে মানুষের জটলা। কড়াকড়ির মধ্যেও রাজধানীসহ বিভিন্ন স্থানে মানুষ বিনা কারণে ঘুরে বেড়িয়েছেন। তাদের কাউকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জেরার মুখে পড়তে হয়েছে। শুধু রাজধানীতে গ্রেপ্তার করা হয়েছে ৫৫০ ব্যক্তিকে। ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে, আটকদের বিরুদ্ধে সুনির্দিষ্ট আইনে মামলা দায়ের করা হয়। আরো অনেককে মুচলেকা বা জরিমানা করে ছেড়ে দেয়া হয়।
মানুষকে বিনা প্রয়োজনে বাইরে না আসতে সতর্ক করে বিভিন্নস্থানে টহল দিয়েছেন সেনাবাহিনীর সদস্যরা।

সরকারি ও বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের গাড়ি, পণ্যবাহী বাহন ছাড়া কিছু রিকশা-ভ্যান চলেছে ঢাকার বিভিন্ন সড়কে। যারা ব্যক্তিগত গাড়ি নিয়ে বের হয়েছেন তারা পড়েছেন পুলিশের জেরার মুখে।
গতকাল অফিস-আদালত, গণপরিবহন ও শপিংমল বন্ধ ছিল। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় ১০৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে দায়িত্ব পালন করেন। তবে মূল সড়কের মানুষের দেখা কম মিললেও সড়কের পাশের অলিগলিতে লোকজনের আনাগোনা লক্ষ্য করা গেছে। অনেক স্থানে পুলিশ তাদের তাড়া করে ছত্রভঙ্গ করে দিয়েছে। কেউ আবার লকডাউনের পরিবেশ দেখতে বাইরে বেরিয়েছেন। কোনো দোকানি তার দোকানের অর্ধেক শাটার ফেলে দোকান খোলা রেখেছেন। এছাড়াও একাধিক হোটেলে লোকজনকে একসঙ্গে বসে খেতে দেখা গেছে। সড়কে গাড়ি কম চললেও যে যার মতো ব্যক্তিগত কাজে পায়ে হেঁটে গন্তব্যে গেছেন।

শুধুমাত্র সরকার কর্তৃক অনুমোদিত যানবাহনগুলো ঢাকায় প্রবেশ করতে দেয়া হয়েছে। যারা বিভিন্ন জরুরি কাজে ঢাকায় এসেছেন তাদের ঢাকার প্রবেশপথে গাড়ি থেকে নেমে রিকশা বা ভ্যানে করে গন্তব্যস্থলে যেতে দেখা গেছে। ওদিকে ভোগান্তিতে পড়েছেন পোশাক শ্রমিক এবং বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা। সড়কে কোনো যানবাহন না থাকায় তারা বাড়তি ভাড়া দিয়ে রিকশা বা ভ্যানে গন্তব্যে পৌঁছেন। কিছু প্রাইভেট গাড়ি চলাচল করতে দেখে বিভিন্ন স্থানে যাওয়া ব্যক্তিরা এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। এছাড়াও গতকালও যে যার মতো পেরেছেন ঢাকা ছেড়ে গ্রামের উদ্দেশ্যে চলে গেছেন। ঢাকার গাবতলী ব্রিজ ও যাত্রাবাড়ী এলাকায় ছিল মানুষের ভিড়।

ঢাকা মহানগর পুলিশের কমিশনার (ডিএমপি) মো. শফিকুল ইসলাম গতকাল মানবজমিনকে জানান, সড়কের মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে পুলিশ তল্লাশি চালাচ্ছে। বিধিনিষেধ ভঙ্গ করলে তাকে জরিমানা করা হচ্ছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *