যশোর প্রতিনিধি যশোর সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় যশোরের শার্শার গোগা সীমান্ত থেকে ৪৬০ কেজি ইলিশ মাছ আটক করেছে ২১ বিজিবি সদস্যরা। আজ (২৫ আগস্ট) বিকেলে ইলিশ মাছ আটক করা হয়। বিজিবির উপস্হিত আঁচ করতে পেরে পাচারকারীরা পালিয়ে যায়। ২১বিজিবির অধিনায়ক লে.কর্ণেল মঞ্জুর এলাহী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভারতে পাচারের সময় গোগা সীমান্ত এলাকা থেকে ৪৬০ কেজি ইলিশ মাছ আটক করা হয়। এ সময় পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি। আটকৃত মাছ গুলো গোগা গ্রামের একটি এতিম খানায় দেওয়া হয়েছে। এদিকে গোগা এলাকার অনেকে জানিয়েছেন, চোরাকারবারি দীর্ঘদিন যাবত ভারত থেকে ফেন্সিডিল, মদ, গাঁজা ও রুপা নিয়ে আসছে। আর বাংলাদেশ থেকে সোনা, ডলার ও ইলিশ মাছ পাচার করছে। #

