সমাজের আলোঃ  যশোর শহরের বকচরে যুবতীকে ধর্ষণ ও মুক্তিপণ দাবির মামলায় ছয় আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুদ্দীন হোসাইন তাদের প্রত্যেককে একদিন করে রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালি থানা পুলিশের ইনসপেক্টর (অপারেশনস) শেখ আবু হেনা মিলন আদালতে আসামিদের সাতদিনের রিমান্ডের আবেদন জানিয়েছিলেন। আসামিরা হচ্ছেন-যশোর শহরের বচকরের শুকুর আলীর ছেলে জুলহাস (৩০), মৃত আকরামের ছেলে রুবেল (৩০), আবু বক্কর সিদ্দিকীর ছেলে তাজুল (৩০), জবেদ আলীর ছেলে আব্দুল্লাহ (৩০), তোফাজ্জেল হোসেনের ছেলে রাজিব (২৯) ও রেজাউল ইসলামের ছেলে জাকির (৩০)।

উল্লেখ্য, যশোর শহরের পুরাতন কসবায় বসবাসকারী এক যুবতী (২০) গত ৯ জুন সন্ধ্যায় তার এক ছেলে বন্ধুকে বকচরে বান্ধবীর নানির ভাড়া বাসায় রাতে থাকার জন্য রাখতে যান। এ সময় একই বাড়ির ভাড়াটিয়া সৈয়দ করিমুজ্জামান করিমের নেতৃত্বে কতিপয় যুবক তাদের বিরুদ্ধে ‘মিথ্যা অপবাদ’ দিয়ে আটকে রাখেন। এদের মধ্যে সৈয়দ করিমুজ্জামান করিম যুবতীকে ভয়ভীতি দেখিয়ে দু দফা ধর্ষণ করেন। এছাড়া যুবতী ও তার বন্ধুর জোরপূর্বক মোবাইল ফোনে আপত্তিকর ছুবি তুলে ইন্টারনেটে ছেড়ে দেওয়ার ভয়ভীতি দেখানো হয়। এক পর্যায়ে তাদের দুজনকে আটকে রেখে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরদিন ১০ জুন বিকেলে ওই যুবতী মুক্তিপণের টাকা এনে দেওয়ার কথা বলে কৌশলে জিম্মিদশা থেকে বেরিয়ে এসে কোতয়ালি থানার পুলিশকে জানায়। এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যুবতীর বন্ধুকে উদ্ধার এবং সেখান থেকে জড়িত কয়েকজনকে আটক করে। পরে এ ঘটনায় ভুক্তভোগী যুবতী উল্লিখিত ৬ জনসহ ৯ জনকে আসামি করে কোতয়ালি থানায় মামলা করেন। পুলিশ এজাহারভুক্ত ৮ আসামিকে ইতোমধ্যে আটক করেছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *