শহিদ জয়, যশোর প্রতিনিধি : যশোরের একটি চাঁদাবাজি মামলায় খড়কি বামনপাড়ার চিহ্নিত চাঁদাবাজ মোকছেদুর রহমান ভুট্টোসহ ৬ জনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে ডিবি পুলিশ। অভিযুক্ত আসামিরা হলো শহরের খড়কি বামনপাড়ার মফিজুর রহমান মফিজের ছেলে মোকছেদুর রহমান ভুট্টো ও তার শ্যালক মুস্তাফিজুর রহমান ওরফে মুস্তাক, খড়কি মুন্সিপাড়ার গফ্ফারের বস্তির পিকুলের বাড়ির ভাড়াটিয়া মৃত আমীর আলী শেখের ছেলে হিলাল শেখ, নুর ইসলামের ছেলে শাহ আলম, হাবিব ঢালীর ছেলে মিন্টু ঢালী ও কারবালা ধোপাপাড়ার দেবেন মন্ডলের বাড়ির ভাড়াটিয়া মিরাজ বিশ্বাসের ছেলে ও ভুট্টোর মামাতো শ্যালক হাফিজুর রহমান ওরফে ছোট হাফেজ। মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট দিয়েছেন তদন্তকারি কর্মকর্তা এসআই চন্দ্র কান্ত গাইন।
মামলার অভিযোগে জানা গেছে, অবসরপ্রাপ্ত ল্যান্স কর্পোরাল আব্দুর রহিমের জামাই শহরের খড়কি কবরস্থান পাড়ার আব্বাসীয়া নুরানী মাদ্রাসার পাশে একটি জমি ক্রয় করেন। এ জমি ক্রয় করায় সময় তার জামাইয়ের কাছে ১লাখ ২০ হাজার টাকা চাঁদা দাবি করেছেল ভুট্টো ও তার লোকজন। ওই সময় ভয়ে তাকে চাঁদার ৫ হাজার টাকা দেয়া হয়েছিল। ২০১৯ সালের ২৮ নভেম্বর এ জমিতে বাড়ি নির্মাণের কাজ শুরু হয়। বাড়ির নির্মাণ কাজ দেখাশুনা করতেন আব্দুর রহিম। চাঁদাবাজ ভুট্টো তার কাছে চাঁদা দাবিকরে নাপেয়ে বাড়ি সামনে এক ট্রাক বালি ফেলে ৩৬ হাজার টাকা দাবি করে। এরপর রাজমিস্ত্রীকে ভয়ভীতি দেখিয়ে ২ হাজার টাকা নেয় ভুট্টো ও তার লোকজন। আরও টাকার জন্য তাকে খুনজখমের হুমকি দেয়। চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি আসামিরা নির্মাণাধীন বাড়িতে এসে আব্দুর রহিমের কাছে চাঁদা দাবি করে। চাঁদার টাকা দিতে অস্বীকার কারায় আসামিরা তাকে মারপিট করে খুনজখমের হুমকি দিয়ে যায়। এ ব্যাপারে আব্দুর রহিম বাদী হয়ে চাঁদাবাজির অভিযোগে কোতয়ালি থানায় একটি মামলা করেন। চার্জশিটে অভিযুক্ত হাফিজুর রহমান ওরফে ছোট হাফেজকে পলাতক দেখানো হয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *