যশোর অফিস জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বুধবার রাতে সদর উপজেলার রামনগর ইউনিয়নের পুকুরকুল শেখ পাড়াস্থ আমতলার মোড় ( গোল চত্বর) নামক এলাকা থেকে ১৭০পিস ইয়াবা উদ্ধার করেছে। এসময় মাদক নিজ দখলে রাখার অভিযোগে আনোয়ার হোসাইন নামে এক বিক্রেতাকে গ্রেফতার করেছে। সে রামনগর স্কুল পাড়ার মৃত সদর আলী মোড়লের ছেলে। জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র অফিসার ইনচার্জ সোমেন দাশের নেতৃত্বে এসআই আরিফুল সিলাম,এএসআই আমিনুল ইসলামসহ একদল ফোস গোপন সূত্রে খবর পেয়ে রামনগর পুকুরকুল শেখপাড়া আমতলার মোড় গোল চত্বর থেকে বুধবার ১১ নভেম্বর রাত সাড়ে ১১ টায় আনোয়ার হোসাইনকে গ্রেফতার করে। পরে তার দখল হতে ১৭০পিস ইয়াবা উদ্ধার করে। পরে তাকে রাতে কোতয়ালি মডেল থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা দায়ের করেন। বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *