সমাজের আলোঃ কোভিড-১৯ ভাইরাসে শনিবার ২০ জুন যশোরে নতুন করে ৩০ জনের শরীরে পজিটিভ এসেছে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৭ ও ১৮ জুন নমুনা পাঠানো স্যাম্পুলের মধ্যে ৯৬টি পরীক্ষা করে নতুন করে ৩০ জনের দেহে করোনা ভাইরাস সনাক্ত হয়। ৯৬টি নমুনার মধ্যে ১১টি ফলোআপ কোভিড-১৯ এ আক্রান্ত রোগী। ফলোআপ ১১ জনের মধ্যে ৫টি পজিটিভ ও ৬টি নেগেটিভ। নতুন ৫৫টি নমুনা রিপোর্ট নেগেটিভ আসে। শনিবার যশোরের সিভিল সার্জন ডাক্তার শেখ আবু শাহীন এ তথ্য সাংবাদিকদের কাছে নিশ্চিত করেছেন।
করোনা ভাইরাসে আক্রান্ত নতুন ৩০জনের মধ্যে যশোরের অভযনগর উপজেলায় ১৫জন, সদর উপজেলায় ১১জন ও কেশবপুর উপজেলায় ৪জন। এ নিয়ে যশোর জেলায় গত ১০ মার্চ থেকে ১৯ জুন শুক্রবার পর্যন্ত কোভিড-১৯ রোগে আক্রান্ত রোগীর সংখ্যা ৩১৪ টি। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ১২০জন। সিভিল সার্জন কার্যালয়ের হিবাব মতে করোনা ভাইরাসে যশোর জেলায় ১জন মারা যাওয়ার খবর কাগজ কলমে থাকলেও মৃত্যুর সংখ্যা নিয়ে নানা গুঞ্জন রয়েছে। ২০ জুন শনিবার যশোর জেলার ৮ উপজেলাসহ যশোর পৌরসভার অধীনে ৭৯টি স্যাম্পুল সংগ্রহ করে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের জেনোম সেন্টারে পাঠানো হয়েছে।

 
			 By Sardar Abu Syed
   By Sardar Abu Syed