সমাজের আলো: যশোর শিশু উন্নয়নকেন্দ্রে ‘বন্দি কিশোর অপরাধীদের’ দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে তিন কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আরও এক কিশোর গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে যশোর শহরতলীর পুলেরহাটে অবস্থিত ওই কেন্দ্রে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে সন্ধ্যা ৭টায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসকরা তিনজনকে মৃত ঘোষণা করেন। নিহতরা হলো, খুলনার দৌলতপুর থানার মহেশ্বরপাশা পশ্চিম সেনপাড়ার রোকা মিয়ার ছেলে পারভেজ হাসান রাব্বি (১৮), বগুড়া জেলার শেরপুর থানার মহিপুর গ্রামের আলহাজ্ব নুরুল ইসলাম নুরুর ছেলে রাসেল ওরফে সুজন এবং রবিউল গ্রুপের বগুড়া জেলার শিবগঞ্জ থানার তালিপপুর পূর্বপাড়ার নানু প্রামাণিকের ছেলে নাঈম হোসেন (১৭)। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, প্রাথমিকভাবে জানা গেছে শিশু উন্নয়নকেন্দ্রের অভ্যন্তরে পাভেল গ্রুপ ও রবিউল গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে তিন কিশোর নিহত হয়েছে।
