যশোর প্রতিনিধি: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জেনোম সেন্টারের পরীক্ষায় রোববার যশোরের ২০৫ টি নমুনা রিপোর্টের পরীক্ষা করে ৬৩টি পজেটিভ বলে শনাক্ত করা হয়েছে। এছাড়া এ পর্যন্ত যশোরে আক্রান্ত হয়েছেন ১৬২২ জন। মারাগেছে ২৩ জন৷ সুস্থ হয়েছেন ৮৫৫ জন৷
বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও পরীক্ষণ দলের সদস্য ড. তানভীর ইসলাম জানান, যশোর জেলার ২০৫ টি নমুনা রিপোর্ট পরীক্ষা করা হয়। এর মধ্যে ৬৩ টি নেগেটিভ হয়েছে। পরীক্ষা সংক্রান্ত সব তথ্য সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন অফিসে পাঠানো হয়েছে বলে যবিপ্রবির ল্যাব থেকে জানানো হয়েছে।
এদিকে যশোরের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা.আবু মাউদ বলেন, যশোরে ২০৫ টি নমুনা রিপোর্ট পরীক্ষা করে ৬৩টি নমুনা করোনা শনাক্ত হয়েছে। জেলায় এ পর্যন্ত শনাক্ত হয়েছে ১৬২২জন, সুস্থ হয়েছেন ৮৫৫ জন এবং মৃত্যু হয়েছে ২৩জনের। নতুন শনাক্তরা হলো, সদর উপজেলায় ২৩ জন, অভয়নগর ১৪ জন, বাঘারপাড়ায় ১ জন,চৌগাছা ২ জন,মনিরামপুর ১ জন,কেশবপুর ৩ জন,শার্শায় ৩ জন, ঝিকরগাছায় ১৬ জন।
