যশোর অফিস
যশোরে ইজিবাইক চালক জাহিদুল ইসলাম হত্যার ঘটনায় ঘাতক চালক আশরাফুল ইসলাম আশাকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) যশোর। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থেকে র্যাব-৯–এর সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।
আশরাফুল ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের খেদাপাড়া গ্রামের ইসলাম আলীর ছেলে। তিনি যশোর শহরের চারখাম্বা মোড়ে কামাল হোসেনের বাড়িতে ভাড়ায় থাকতেন।
পিবিআই যশোরের তদন্ত কর্মকর্তা এসআই রতন মিয়া জানান,তথ্যপ্রযুক্তির সহায়তায় আশরাফুলের অবস্থান শনাক্ত করে র্যাবের সহযোগিতায় তাকে আটক করা হয়। শুক্রবার বিকেলে তাকে যশোর আদালতে হাজির করা হলে তিনি হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত শনিবার সকালে যশোর শহরের আশ্রম রোডসংলগ্ন রামকৃষ্ণ আশ্রমের সামনে কথাকাটাকাটির এক পর্যায়ে আশরাফুল কাঠ দিয়ে আঘাত করেন ইজিবাইক চালক জাহিদুল ইসলামকে। গুরুতর আহত অবস্থায় তাঁকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাহিদুল। ঘটনার পরপরই এলাকা ছেড়ে পালিয়ে যান আশরাফুল।
ওই দিন রাতেই নিহতের ছোট ভাই অহিদ শেখ বাদী হয়ে আশাকে আসামি করে যশোর কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। পরে মামলাটির তদন্তভার পিবিআই যশোরের কাছে হস্তান্তর করা হয়।
জবানবন্দিতে আশরাফুল আদালতকে জানান, ইজিবাইক পরিষ্কারের সময় নিয়ে জাহিদুলের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। জাহিদুল ক্ষোভ প্রকাশ করলে রাগের বশে তিনি কাঠের লাঠি দিয়ে আঘাত করেন, এতে ঘটনাস্থলেই মারা যান জাহিদুল।

