যশোর অফিস : যশোরের উপশহর কামাল স্মৃতি সংঘ নামক একটি ক্লাবের সামনে আল-আমিন (২২) নামে এক যুবককে ছুরিকাঘাতে জখম এবং টাকা ছিনিয়ে নেয়ার ঘটনায় দুই যুবককে আটক করেছে পুলিশ।
এই ঘটনায় আল আমিনের বোন তানিয়া আক্তার (২৭) কোতয়ালি থানায় একটি মামলা করেছেন। আল-আমিন উপশহর ২৬৩ এ ব্লক এলাকার আব্দুল কাদেরের ছেলে।
আসামিরা হলো, উপশ্যহর ডি ব্লক এলাকার মতি হাসানের ছেলে রাজন হাসান (২০), মনিরের ছেল হাবিবুর রহমান টমাস (৩৫), কিসমত নওয়াপাড়ার ট্রাকস্ট্যান্ড বস্তির বাদশা আলম ওরফে কসাই বাদশা (৩৫), তার স্ত্রী মোম বেগম (৪০) ও তার ছেলে হৃদয় (২২)। এছাড়াও অজ্ঞাত আরো ৩/৪ জনকে আসামিকরা হয়েছে। পুলিশ আসামি রাজন হাসান এবং সিটি কলেজপাড়া বৌ বাজার এলাকার আইনুল পাঠানের ছেলে মাহিম মাহমুদ (১৯) কে আটক করেছে।
এজাহারে তানিয়া উল্লেখ করেছেন, তার ভাই আল-আমিনের সাথে আসামিদের বিরোধ চলে আসছে। গত ১৭ জুলাই বেলা সোয়া ৩টার দিকে আল-আমিন উপশহর ডিগ্রি কলেজের সামনে থেকে একটি বিকাশের এজেন্ট থেকে সাড়ে ১০ হাজার টাকা উঠিয়ে রিকশাযোগে বাড়িতে ফিরছিলেন। উপশহর কামাল স্মৃতি সংঘের সামনে পৌছালে আসামিরা তার গতি থামায় এবং গালিগালাজ করতে থাকে। তিনি নিশেধ করলে আসামিরা চাকু, হকিস্টিক, লোহার রড, বাশের লাঠি প্রভুতি দিয়ে আল-আমিনের ওপর আক্রমন করে। তাকে মারপিটে জখম করে। ছুরিকাঘাতে আহত করে পকেটে থাকা সাড়ে ১০ হাজার টাকা ছিনিয়ে নেয়। তার গলাই থাকা ৫০ হাজার টাকা মূল্যের একটি সোনার চেইন ছিনিয়ে নেয়। তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা ফের হত্যার হুমকি দিয়ে চলে যায়। পরে আল-আমিনকে উদ্ধার করে যশোরে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
কোতয়ালি থানার এসআই আফম মনিরুজ্জামান জানিয়েছেন, মামলা হওয়ার পর সোমবার দুপুরে মনিহার প্রেক্ষাগৃহ এলাকা থেকে আসামি রাজান হাসান ও সন্দিগ্ধ আসামি মাহিম মাহমুদকে আটক করা হয়েছে। সোমাবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

