যশোর অফিস : যশোরে এক সাজাপ্রাপ্ত আসামি কে গ্রেপ্তার করেছে যশোর র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব)যশোরের সদস্যরা।
মঙ্গলবার সকাল দশটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোর র্যাবের একটি দল যশোর মনোহরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। সাজাপ্রাপ্ত আসামিস সজল যশোর নতুন উপশহর সি ব্লক এলাকার আশার ছেলে।
যশোর র্যাব -৬ এরএর কোম্পানি লে: কমান্ডার এম নাজিউর রহমান বলেন, গ্রেপ্তারকৃত সজল একটি হত্যা মামলার চেষ্টার আসামি। আদালত তাকে সেই অপরাধে ৩ মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। দীর্ঘদিন সজল পালিয়ে থাকার পর আমরা মঙ্গলবার সকালে জানতে পারি সে যশোর মনোহরপুর এলাকায় অবস্থান করছে। এ সময়ে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। দুপুরে তাকে আদালতে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।
