যশোর প্রতিনিধি : সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ কোর অব সিগন্যালন এর কর্ণেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত হয়েছেন। আজ যশোর সেনানিবাসের সিগনাল ট্রেনিং সেন্টার এন্ড স্কুল এর প্যারেড গ্রাউন্ডে সিগন্যালসের ১০ম কর্ণেল কমান্ড্যাট হিসেবে অভিষিক্ত হন। অভিষেক অনুষ্ঠানে কোর অব সিগন্যালসের জৌষ্ঠতম অধিনায়ক এবং মাষ্টার ওয়ারেন্ট অফিসার সেনাবাহিনী প্রধানকে গৌরবমন্ডিত কর্ণেল কমান্ড্যান্ট র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন।
অভিষেক অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান পৌঁছানোর পর কোর অব সিগন্যালসের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন।
অভিষেক অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ তার স্বাগত বক্তব্যে বলেন, আধুনিক কোর অব সিগন্যালসের উন্নয়ন পেশাগত দক্ষতা বৃদ্ধি ও দেশে বিদেশে পরিচালিত কার্যক্রম গতিশীল করার পাশাপাশি আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষনের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সদ্য প্রস্তত থাকতে কোর অব সিগন্যালসের সকল সদস্যদের প্রতি আহবান জানান।
অনুষ্ঠান শেষে সেনাবাহিনী প্রধান কোর অব সিগন্যালসের বাৎসরিক অধিনায়ক সম্মেলনে যোগ দেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *