যশোর অফিস : যশোরে চালককে অজ্ঞান করে ইজিবাইক চুরির সাথে জড়িত থাকায় আলী রেজা রাজু নামে এক যুববকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে শহরতলীর পুলেরহাট থেকে তাকে আটক করা হয়। রাজু সদরের আমিননগর গ্রামের মৃত রফিক মোল্যার ছেলে। মামলার অভিযোগে জানা গেছে, মনিরামপুরের পাড়দিয়া গ্রামের মাহাবুর রহমানের ছেলে মামুন হোসেন ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করেন। ৭ মার্চ সকালে ভাড়ায় চালানোর উদ্দেশ্যে ইজিবাইক নিয়ে তিনি বাড়ি থেকে বের হন। বেলা সাড়ে ১১টার দিকে রাজুসহ অপরিচিত ২ জন সদরের সতীঘাটায় কবিরাজ বাড়িতে যাওয়ার জন্য তার ইজিবাইক ভাড়া করেন। এরপর তারা সেখানে না গিয়ে রাজার হাটে যান। পথে চালক মামুনকে কৌশলে বিষাক্তদ্রব্য মিশ্রিত বিস্কুট ও কোমল পানীয় খাওয়ায়ে ইজিবাইক, মোবাইল ফোন ও টাকা নিয়ে যায়। পরে স্থানীয়রা মামুনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। পরে সুস্থ হয়ে প্রতারক আলী রেজা রাজুর ঠিকানা সংগ্রহ করে মঙ্গলবার সকালে কোতয়ালি থানায় মামলা করেন মামুন হোসেন। গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে পুলেরহাট বাজারে অভিযান চালিয়ে রাজুকে আটক করেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই রেজাউল করিম। গতকাল আটক রাজুকে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *