যশোর প্রতিনিধিঃ রাজবাড়ী থেকে যশোর শহরের ডোম পট্টিতে ছেলে বিয়ে দিতে এসে অতিরিক্ত মদ্য পানে দিলু (৫০) নামে এক ডোমের মৃত্যু হয়েছ। আজ সোমবার দুপুর ১২ টার দিকে এ মৃত্যুর ঘটনা ঘটে।
স্বজনরা জানিয়েছেন,রাজবাড়ী শহরের বিবেকানন্দ পল্লীর বাসিন্দা দিলু ডোমের পুত্র হৃদয় ডোমের (২২) সাথে রোববার রাতে যশোর শহরের ডোমপট্টির শারজিন ডোমের কন্যা সন্জনার (১৮) বিয়ে হয়। পিতা হিসেবে দিলু ডোম তার ছেলের সঙ্গে এসেছিলেন। বিয়ের পার্বণ শেষে রাতভর দিলুডোম আনন্দে অন্যদের সাথে মদ্যপান করেন। অতিরিক্ত মদ্যপানে আজ ( সোমবার) বেলা১১ টার দিকে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তখন চিকিৎসার জন্য দিলুডোমকে দ্রুত যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেয়ার পর জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ আহমেদ তারেক শামস ১১ টা ৪৪ মিনিটে দিলু ডোমকে মৃত ঘোষণা করেন। ডাঃ আহমেদ তারেক শামস বলেন, অতিরিক্ত মদ্যপানে তার মৃত্যু হয়েছে। লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছ।

