যশোর অফিস : যশোরের শার্শায় পৃথক দুটি অভিযান চালিয়ে ১৮ বোতল ফেনসিডিল ও ৩ কেজি গাঁজাসহ দুই চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর)রাতে শার্শা থানার কাশিমপুর বাজার ও দুর্গাপুর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।এছাড়া যশোর সদর উপজেলার উপশহর এলাকা থেকে আরও একজনকে ১৪ বোতল ফেনসিডিল সহ আটক করা হয়। আটক আসামীরা হলেন,শার্শা থানার কাশিপুর গ্রামের জুলফিকার আলীর ছেলে আলাউদ্দিন মোড়ল (২৬) একই থানার দুর্গাপুর গ্রামের আব্দুল কাদের ছেলে (৩০)।
উপশহর থেকে আটক রবিউল আমিন লিটন ওই এলাকার মৃত রুহুল আমিনের ছেলে।
যশোর গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার জানান, ভারত থেকে গাঁজা ফেনসিডিল এনে পাচারকারীরা শার্শা থানার বেদেপুকুর এলাকায় ও কাশিপুর বাজারে অবস্থান করছে, এমন গোপন খবরে ডিবি যশোরের এসআই আরিফুল ইসলাম এ এস আই আজাহারুল একটা চৌকস টিম নিয়ে সেখানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। এছাড়া যশোর উপশহর ৭ নম্বর সেক্টরে পৃথক অভিযান চালিয়ে রবিউল আমিন লিটন নামে আরেক মাদক ব্যবসায়ীকে ১৪ বোতল ফেন্সিডিলসহ আটক করেন।
এ সংক্রান্তে শার্শা ও কোতোয়ালি থানায় পৃথক মামলা করা হয়েছে।

 By নয়ন মন্ডল, সহ-সম্পাদক
   By নয়ন মন্ডল, সহ-সম্পাদক