যশোর অফিস
যশোর শহরের ঘোপ বউবাজার এলাকায় ঢাকার গোয়েন্দা পুলিশ (ডিবি)এর বিশেষ অভিযানে একটি ফ্ল্যাট থেকে আটজন যুবককে আটক করা হয়েছে। মঙ্গলবার বিকেলে ঢাকার ডিবি ও যশোর পুলিশের যৌথ অভিযানে তিনতলা একটি ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাট থেকে তাদের আটক করে ঢাকায় নিয়ে যাওয়া হয়।
ভবনটির মালিক নাজিম উদ্দিন জানান,প্রায় ছয় মাস আগে আটকরা ফ্ল্যাটটি ভাড়া নেন এবং নিজেদের ফ্রিল্যান্সার পরিচয় দেন। কোতোয়ালি থানার ওসি (তদন্ত) কাজী বাবুল বলেন, এটি ডিবির বিশেষ অভিযান ছিল আটকের কারণ সম্পর্কে স্থানীয় পুলিশ অবগত নয়।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।

