যশোর অফিস
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পি.আর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে যশোরে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বেলা ১১ টা থেকে ঘন্টা ব্যাপী প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
যশোর জেলা জামায়াতে ইসলামীর আমির
অধ্যাপক গোলাম রসুলের সভাপতিত্বে এ মানববন্ধনে শতাধিক নেতা কর্মীর অংশ নেয়।
এ সময় মানববন্ধনে বক্তারা বলেন,একটি নতুন বাংলাদেশ গড়তে পি.আর পদ্ধতির বিকল্প নেই। পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে কোনো অপরাধ বা জালিয়াতির সুযোগ থাকবে না। আগামী নির্বাচনে স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করতে পিআর পদ্ধতিসহ পাঁচ দফা দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলন করার হুঁশিয়ার দেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী বাংলাদেশ যশোর জেলা শাখার সেক্রেটারি মাওলানা আবু জাফর সিদ্দিক, সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, মাওলানা রেজাউল করিম, অধ্যাপক মনিরুল ইসলাম, জেলা প্রচার সম্পাদক শাহাবুদ্দিন বিশ্বাস, যশোর জেলা শহর আমীর অধ্যাপক শামসুজ্জামান এবং জেলা কর্মপরিষদের সদস্য অধ্যাপক আবুল হাসেম রেজা প্রমুখ।
একই দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও মানববন্ধন করছেন। এ মানববন্ধনে আলহাজ্ব মিয়া মো. আব্দুল হালিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে দেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মাওলানা সোয়াইব হোসেন।তিনি বলেন , সংবিধানের দোহাই দিয়ে মৌলিক সংস্কারকে বাধাগ্রস্ত করা যাবে না, জুলাই অভ্যুত্থানের চেতনাকে হত্যা করা যাবে না। সংবিধানের দোহাই দিয়ে যেন-তেন নির্বাচন জাতি মেনে নেবে না। বরং কাঙিক্ষত মানের নির্বাচন হতে হবে। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। পি.আর পদ্ধতিতে নির্বাচন হতে হবে। এটা জনগনের দাবী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ আন্দোলনরত দলগুলোর দাবী। পিআর নিয়ে প্রধান নির্বাচন কমিশনার সংবিধানের দোহাই দিয়ে একটি দলের পক্ষালম্বন করছে। তারও নিন্দা জানাই।
এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, ইসলামে আইনজীবী পরিষদের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরু, এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আ. রশিদ, সাংগঠনিক সম্পাদক মাও. আশিক বিল্লাহ, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের জেলা সভাপতি মাওলানা আব্দুল হালিম, ইসলামী শ্রমিক আন্দোলনের ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সেক্রেটারি গাজী শহিদুল ইসলাম, ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি মুফতি আবুজর বিন হাফিজ, জাতীয় শিক্ষক ফোরাম এর জেলা সভাপতি মাস্টার কামরুজ্জামান, ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি মুফতি ইমরান হুসাইন, সদর থানা ইসলামী আন্দোলনের সভাপতি আলহাজ্ব আব্দুল মতিন বিশ্বাস ও সেক্রেটারি মুফতি ওসমান গনি, পৌর সেক্রেটারি ওলিয়ার রহমান প্রমুখ।
