শহিদ জয়, যশোর যশোরে বাস ইজিবাইক ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ইজিবাইককের যাত্রী একই পরিবারের ৫জনসহ ৭ জনের মৃত্যু হয়েছে।শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে যশোর-মাগুরা সড়কের লেবুতলা ব্রিজের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন ৭জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া হতাহতের পরিবারের সদস্যদের দাফন ও চিকিৎসায় আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে যশোর থেকে মাগুরার দিকে একটি রয়েল পরিবহনের যাত্রীবাহি বাস (ঢাকামেট্রো ব-১৪-৩৮৭৬) যশোরমুখি একটি যাত্রীবাহি ইজিবাইককে চাপা দেয়।
স্থানীয়রা জানান, লেবুতলা বাজারে সড়কের উপর একটি ডিভাইডার রয়েছে। মাগুরামুখী বাসটি ডিভাইডারে গতি না কমিয়ে দ্রুত দেওয়ার চেষ্টা করলে ইজিবাইকে ধাক্কা দেয়। এরপর ইজিবাইকটি ঠেলে নিয়ে একটি প্রাচীর সাথে নিয়ে ধাক্কা দেয়। ফলে ইজিবাইকটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজন মারা যান। এসময় একটি মোটরসাইকেলের চালকও আহত হন। পরে স্থানীয়রা ও ফায়ার ব্রিগেডের সদস্যরা হতাহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আনার পর আরও দুইজনকে মৃত ঘোষণা করে চিকিৎসক। এছাড়া চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে অপর এক শিশু মারা যায়।
হাসপাতাল সূত্রে জানা যায়, নিহতরা হচ্ছে তিন বছর বয়সী দুই ভাই (জমজ) হাসান ও হোসেন, তাদের খালা খাদিজা (৭), নানি রাহিমা খাতুন (৬৫) ও খাদিজার মা মাহিমা বেগম (৬৫), জনৈক ইমরান ও অজ্ঞাত চালক।
যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আজিজুল হক বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে চারজনের মরদেহ দেখতে পাই। আহত দুইজনকে উদ্ধার করে তাদের যশোর জেনারেল হাসপাতালে আনি। সর্বশেষ কতজন মারা গেছেন, আমরা বলতে পারবো না।
যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন বলেন, রয়েল পরিবহনের একটি বাস মাগুরার দিকে যাচ্ছিল। ওইসময় পাশের একটি রাস্তা থেকে প্রধান সড়কে একটি অটোরিক্সা (ইজিবাইক) উঠার সময় বাসটি তাদের চাপা দেয়। ওই অটোরিকশায় ৮জন ছিলেন। এদের মধ্যে একই পরিবারের ৫ জনসহ মোট ৭ জন মারা যান। আমরা বাসটি আটক করেছি। খুব শিগগির বাসের চালক ও হেলপারকে আটক করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করছেন।
এদিকে খবর পেয়ে জেলা প্রশাসক মোঃ তমিজুল ইসলাম খান হাসপাতালে ছুটে যান। তিনি নিহতের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন।
জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান বলেন, ঈদের আগে সড়কের গাড়িগুলোর গতি নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়া হয়েছিল। যে কারণে এ বছর তেমন কোন দুর্ঘটনা ঘটেনি। ঈদ পরবর্তী সময়ে বিচ্ছিন্ন এই দুর্ঘটনায় আমরা মর্মাহত। দোষী চালককে আটকে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়া হতাহতদের দাফন ও চিকিৎসায় সব ধরনের সহযোগিতা করা হবে। আমরা এই ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে

