যশোর অফিস
১৭৯তম বিশ্ব অ্যানাস্থেসিয়া দিবস উপলক্ষে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) সকাল ৯টা থেকে সকাল সোয়া ১০টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ও অ্যানাস্থেসিয়া ও আইসিইউ বিভাগের প্রধান প্রফেসর ডা. এ এইস এম আহসান হাবিব।
বাংলাদেশ সোসাইটি অব অ্যানাস্থেসিয়ালজিস্টস, ক্রিটিকাল কেয়ার অ্যান্ড পেইন ফিজিশিয়ানস (BSACCP), যশোর শাখার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে হাসপাতালের ভেতরে এক বর্ণাঢ্য র‍্যালি শেষে তৃতীয় তলার কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা.মো.হোসাইন সাফায়েত, বিএসএএসসিপি যশোর শাখার সেক্রেটারি ডা.মো. রবিউল ইসলাম তুহিনসহ বিভিন্ন বিভাগের চিকিৎসক,নার্স ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা অ্যানাস্থেসিয়ার গুরুত্ব, রোগীর নিরাপত্তা এবং আধুনিক চিকিৎসা ব্যবস্থায় অ্যানাস্থেসিয়া বিশেষজ্ঞদের ভূমিকা নিয়ে আলোচনা করেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *