যশোর অফিস
যশোর – মাগুরা সড়কের যশোর সদরের হাশিমপুর মাঠপাড়া এলাকায় মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত এবং অপর একজন গুরুতর আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৬) বেলা ১টার দিকে হাশিমপুর গ্রামের বাসিন্দা মোসলেম তরফদার (৫০) মাঠের কাজ শেষে বাইসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। এ সময় হাশিমপুর মাঠপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে তার বাইসাইকেলের সংঘর্ষ হয়। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন কাইতখালি গ্রামের রফিকুল ইসলামের ছেলে তাসিন (২১)।
সংঘর্ষে মোসলেম তরফদার ও তাসিন দুজনই গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোসলেম তরফদারকে মৃত ঘোষণা করেন। অপর আহত তাসিনের শারীরিক অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করা হয়।
এবিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর তদন্ত কাজী বাবুল হোসেন বলেন,এমন একটি ঘটনা ঘটেছে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

