যশোর অফিস : যশোরে যৌতুক দাবিতে স্ত্রীকে কুপিয়ে জখম করার ঘটনায় স্বামী, শাশুড়ি ও দেবরসহ চারজনের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা হয়েছে। পুলিশ ওই মামলার প্রধান আসামি ভুক্তভোগী আকলিমা খাতুনের স্বামী মোস্তাকিনকে আটক করেছে।
গত ১৪ মার্চ শহরের শংকরপুর হাজারীগেট এলাকায় এই ঘটনার পর ২০ মার্চ আকলিমার মা হালিমা বেগম বাদি হয়ে এই মামলা করেন।
আটক মোস্তাকিন শহরের শংকরপুর হাজারীগেট এলাকার মিলন শেখের ছেলে।
এই মামলার অন্য আসামিরা হলো, আটক আসামি মিলনের ভাই রাশেদ, তার মা মনোয়ারা বেগম এবং রাশেদের স্ত্রী জামিলা বেগম।
নাজির শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার রুস্তুম ফকিরের বাড়ির ভাড়াটিয়া শুকুর আলীর স্ত্রী হালিমা বেগম এজাহারে উল্লেখ করেছেন, তিনি বিভিন্ন বাসা বাড়িতে কাজ করে সংসার চালান। তার মেয়ে আকলিমা খাতুনকে দুই বছর আগে আসামি মোস্তাকিনের সাথে বিয়ে দেয়া হয়। কিন্তু বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে আকলিমাকে তার স্বামীসহ অন্য আসামিরা বিভিন্ন ধরণের প্ররোচনা দিয়ে শারীরিক ও মানষিক নির্যাতন করে আসছে। আর শারীরিক নির্যাতনের পরে আকলিমাকে তারা চিকিৎসা না করিয়েই বাড়িতে রেখে দেয়। ফলে আকলিমা দুরারোগ্য ব্যধিতে দিনে দিনে আরো বেশি অসুস্থ্য হয়ে পড়ে। নির্যাতনের বিষয়টি জানতে পেরে তিনি বিভিন্ন মালামাল বিক্রয় করে এবং হোটেলে কাজ করে দুই কিস্তিতে জামাইকে ৫০ হাজার টাকা যৌতুক হিসেবে দেন। এরপরও তারা সন্তুষ্ট না হয়ে তার উপর অমানুষিক নির্যাতন অব্যাহত রাখায় আকলিমা গত ২৭ ফেব্রুয়ারি হারপিক পান করে আত্মহত্যার চেষ্টা করে। কিন্তু আকলিমাকে তারা বাড়িতে রেখে দেয়ায় এলাকার লোকজনের মাধ্যমে বিষয়টি জানতে পারেন তিনি। এরপরে তারা আকলিমাকে হাসপাতালে রেখে চলে যায়। চিকিৎসার পর কিছুটা সুস্থ্য হলে আসামি আবারো আকলিমাকে তাদের বাড়িতে নিয়ে সংসার শুরু করে। গত ১৪ মার্চ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আবারো আসামিরা আকলিমার কাছে এক লাখ টাকা যৌতুক দাবিতে মারপিট করে। এমনকি ধারালো অস্ত্র দিয়ে আকলিমাকে আঘাতে হাতের আঙ্গুল কেটে রক্তাক্ত জখমের পর শ্বাসরোধে হত্যার চেষ্টা করে বাড়িতে আটক করে রাখে। আবারো স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এখনো আকলিমা চিকিৎসাধীন রয়েছে। গত ২০ মার্চ এই ব্যাপারে থানায় মামলা করা হলে পুলিশ রাতেই প্রধান আসামি মোস্তাকিনকে আটকের পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *