যশোর অফিসঃ যৌতুক মামলায় নুর আলী নামে এক ব্যক্তিকে ১ বছর কারাদন্ড দিয়েছে যশোরের একটি আদালত। মঙ্গলবার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাহাদী হাসান এক রায়ে এ সাজা দিয়েছেন। নুর আলী মাগুরা শালিখার শতপাড়া গ্রামের সাইফুল মোল্যার ছেলে।
মামলার অভিযোগে জানা গেছে, ২০১৭ সালের ২৪ মার্চ আসামি নুর আলী বাঘারপাড়ার নারিকেলবাড়িয়া গ্রামের হাসান আলীর মেয়ে সিমমা খাতুনকে বিয়ে করেন। বিয়ের সময় সংসারের যাবতীয় মালামাল ও নগদ ১ লাখ টাকা যৌতুকে টাকা দেয়া হয়। এরপর আসামি তার শ্বশুরের কাছ থেকে ৪০ হাজার টাকা যৌতুক নিয়ে অটো রিকসা কেনে। তারপরও আসমি নুর আলী আরও ২ লাখ টাকা যৌতুক দাবি করে সিমমা খাতুনের উপর শারিরীক ও মানষীক নির্যাতন শুরু করে। যৌতকের টাকা দিতে অস্বীকার করায় নুর আলী তার স্ত্রীকে সন্তানসহ ২০১৯ সালের ১ নভেম্বর বাড়ি থেকে পিতার বাড়ি তাড়ায়ে দেয়। বিষয়টি মীমাংসায় ব্যর্থ হয়ে তিনি আদালতে এ মামলা করেন। এ মামলার সাক্ষী গ্রহণ শেষে আসামি নুর আলীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ১ বছর কারাদন্ডের আদেশ দিয়েছেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *