যশোর প্রতিনিধি
যশোর-মাগুরা মহাসড়কের বাহাদুরপুরে দুর্ঘটনায় নাঈম হোসেন (২৪) নামে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। আজ সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত নাঈম হোসেন যশোর সদর উপজেলার কিসমত রাজাপুর গ্রামের সালাউদ্দিন বুলবুলের ছেলে।
যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত জানান, নাঈম নিজের পালসার মোটরসাইকেল চালিয়ে বাড়ি থেকে যশোর শহরে যাচ্ছিলেন। পথিমধ্যে যশোর-মাগুরা মহাসড়কের বাহাদুরপুর ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে একটি ট্রাক ওভারটেক করতে গিয়ে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপর পড়ে গিয়ে নাঈম গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মৃতদেহ মর্গে রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
